কল্যাণী: কল্যাণী এইমস হাসপাতালে (kalyani Aiims hospital) দুর্নীতির (Corruption) ঘটনায় তদন্তে (Investigation) গতি বাড়াচ্ছে সিআইডি (CID)। ওই ঘটনায় সিআইডির তদন্তকারী টিম ফের জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে বিজেপি (BJP) বিধায়ক (MLA) বঙ্কিম ঘোষের বাড়িতে গেল। বৃহস্পতিবার সিআইডির তিন প্রতিনিধি দল হরিণঘাটা থানার (Horinghata PS) জাগুলিয়ায় (Jaguliya) বিধায়কের বাড়িতে যান। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান।
এর আগেও সিআইডির তদন্তকারী দল ওই বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল। নিয়োগে দুর্নীতির অভিযোগে সিআইডি (CID) তদন্ত শুরু হয়েছিল চাকদহ বিধানসভার (Chakdah Assembly) বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। তিনি তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে (Anasuya Ghosh) প্রভাব খাটিয়ে নিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বাঁকুড়ার (Bankura) বিধায়ক নীলাদ্রিশেখর দানার (Niladrishekhar Dana) মেয়েকেও প্রভাব খাটিয়ে চাকরি (Job) পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন: Habra Fire: স্কুলে আশ্রয় শিবির, বন্ধ পরীক্ষা ও পঠনপাঠন
এদিকে, ভুয়ো (Fake) নিয়োগপত্র নিয়ে কল্যাণী এইমস হাসপাতালে অস্থায়ী কর্মী পদে যোগ দিতে গিয়ে বৃহস্পতিবার কর্তৃপক্ষের হাতে ধরা পড়ল দুই যুবক (Youth)। কল্যানী থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক (Detained) করে নিয়ে যায়। প্রভাস টিকাদার ও আকাশ বিশ্বাস নিয়োগপত্র নিয়ে কর্তৃপক্ষের (Authority) সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু, তাদের কথা শুনে বিশ্বাস হয়নি। নিয়োগপত্র যাচাই করে দেখা যায় আদতে সেগুলি ভুয়ো। পুলিশ (Police) জিজ্ঞাসাবাদ করে কীভাবে, কত টাকা লেনদেনের ফলে এই কাজ হয়েছে তা জানার চেষ্টা করছে।