কলকাতা: শনিবার রাজ্যে কোভিডের (Bengal Covid) দৈনিক সংক্রমণ (Daily Covid update) কমলেও রেকর্ড গড়ল মৃত্যু। কোভিডের তৃতীয় ঢেউয়ে (Covid third wave) ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে (Covid death) ৩৯ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। কলকাতা সহ একাধিক জায়গার দৈনিক সংক্রমণ কমেছে।
২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। একদিনে মহানগরীতে মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৯৬ জন। একদিনে ওই জেলায় মারা গিয়েছেন ১০ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে পজিটিভ হয়েছেন ১ হাজার ২৮২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। হুগলি ও হাওড়াতেও হাজারের উপরেই রয়েছে দৈনিক সংক্রমণ।
রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮২ হাজার ৭৬১ জন। এখনও পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৫৭২। রাজ্যে পজিটিভিটি রেট ২৯.৫২ শতাংশ।
আরও পড়ুন: Gangasagar Mela: গঙ্গায় ডুব দিয়ে মেলা-রাজ্যের প্রশংসায় উমা ভারতী
শনিবার রাজ্যে করোনা বিধিতে নতুন নিয়ম জারি করেছে রাজ্য সরকার। এবার থেকে এক সঙ্গে ২০০ জনকে আমন্ত্রণ জানানো যাবে যে কোনও পারিবারিক অনুষ্ঠানে। পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে রাজ্যে মেলা করার অনুমতিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। খোলা স্থানে মেলা করার ক্ষেত্রে মিলল অনুমতি। তবে, বাকি করোনা বিধির আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না বলে নবান্ন সূত্রে খবর। ৩১ জানুয়ারি পর্যন্ত এই নতুন বিধিনিষেধ চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।