ডেঙ্গি (Dengue) নিয়ে বুধবার উত্তপ্ত হল কলকাতা পুরসভার (kolkata corporation) অধিবেশন। এদিন অধিবেশন শুরুর পরে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব (adjournment motion) আনেন কংগ্রেসের (congress) সন্তোষ পাঠক। এরপর বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের (all party meeting) প্রস্তাব দেওয়ায় দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিজেপির কাউন্সিলররা হাতে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
বাদানুবাদ শুরু হওয়ার পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বিজেপি, কংগ্রেস ও বাম সদস্যরা একসঙ্গে বিক্ষোভ দেখাতে থাকেন। টানা ৩০ মিনিট ধরে বিক্ষোভ চলে। কিছুক্ষণ পর তিনদলের সদস্যরাই একত্রে কক্ষত্যাগ (walkout) করেন।
আরও পড়ুন: Street Dog: পথ কুকুরদের খাওয়ানোয় নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
বিরোধীহীন সভায় মেয়র (Mayor) ফিরহাদ হাকিম বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি যে একই তা ফের প্রমাণিত হল। পরে অবশ্য মেয়র তিনদলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সিপিএম কাউন্সিলর নন্দিতা দাস বলেন, ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা নিয়ে লড়াইটা সকলের। এখানে রাম, বাম, কংগ্রেস বলে কিছু নেই। অন্যদিকে, কংগ্রেসের সন্তোষ পাঠক বলেন, আমরা মানুষের স্বার্থে এক হয়েছি।
এদিকে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসকদের কাছে নির্দেশিকা (advirsory) পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ণশক্তি নিয়ে ফিভার ক্লিনিক চালাতে হবে। ডেঙ্গি চিহ্নিতকরণের পরীক্ষাগার ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। ডেঙ্গি মোকাবিলার জন্য প্রতিটি হাসপাতালে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে দায়িত্ব দিতে হবে। তিনি সামগ্রিক ব্যবস্থা পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন। এছাড়া হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে হবে। হাসপাতাল সুপারকে এ ব্যাপারে নিয়মিত নজরদারি চালাতে হবে।
রাজ্যে ডেঙ্গি সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। ক্রমশই সংক্রামিতের সংখ্যা বেড়েই চলেছে। রোজই রাজ্যের কোনও না কোনও প্রান্তে একটা-দুটো করে মৃত্যুর ঘটনাও ঘটছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ডেঙ্গি এখন একটু একটু আছে। শীত পড়লে কমে যাবে। মেয়র আবার মানুষের সচেতনতার উপর বিশেষ জোর দিয়েছেন। এরই মধ্যে সরকারি হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেট রক্তের হাহাকার পড়ে গিয়েছে। অনেক হাসপাতালেই প্লেটলেট মিলছে না। রোগীর আত্মীয়রা প্লেটলেটের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় প্লেটলেটের উপরও চালাতে বলা হয়েছে। ব্লাড ব্যাঙ্কে যাতে পর্যাপ্ত পরিমাণ প্লেটলেট থাকে তাও দেখতে বলা হয়েছে সুপারদের।