কলকাতা: মোদি সরকারের আমলে দেশে বেশি দলিত, আদিবাসীদের (Tribal) উপর আক্রমণ (Attack) হচ্ছে। সেই অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করলেন আদিবাসীরা। মঙ্গলবার ধর্মতলায় তাঁদের রাজ্য সমাবেশ হয়। সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষের জীবন-জীবিকার অধিকার ও শিল্পীদের (Artist) পেশাগত উন্নয়নের দাবিতে এই সমাবেশ। রাজ্যের সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ, আদিবাসী ও লোকশিল্পী সংঘের উদ্যোগে এদিন রাণী রাসমণি রোডের সমাবেশ থেকে একাধিক অভিযোগ তোলা হয়। বিভিন্ন জেলা থেকে ধর্মতলার এই সমাবেশে যোগ দিতে আসেন আদিবাসী ও লোকশিল্পীরা।
আদিবাসীদের ওই প্রতিবাদ মঞ্চে যোগ দেন সিপিএমের পলিটব্যুরো (politburo) সদস্য ও প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। সেখানে তিনি (Ramchandra Dom) বলেন, দেশের প্রকৃত আর্থিকভাবে দুর্বলতর অংশকে চিহ্নিত করা জরুরি। তা না হলে পিছিয়ে পড়া আদিবাসী, জনজাতির মানুষ কোনওভাবেই দেশের আর্থসামাজিক উন্নয়নের শরিক হতে পারবেন না।
আর্থিক ও সামাজিকভাবে অধিকার রক্ষার প্রশ্নে এদিন সরব হয় ওই আদিবাসী অধিকার মঞ্চ। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে আদিবাসীরা সংকটে রয়েছেন। এর আগেও একাধিক বার আদিবাসীদের বিভিন্ন দাবি জানানো হয়েছে। কিন্তু, কোনও সুরাহা হয়নি। আদিবাসীদের একটা বড় অংশ এখনও সংরক্ষণের সুযোগ পায়নি। সর্বজনীন সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সামাজিক ন্যায় মঞ্চ ও আদিবাসীর অধিকার রক্ষা মঞ্চ। এদিন তাঁরা দাবি তুলেছেন, অবিলম্বে তাঁদের সমস্যার সমাধান করতে হবে।
Tribal Agitation: জনজাতিদের উপর আক্রমণ হচ্ছে, ধর্মতলায় সরব আদিবাসীরা
Follow Us :