Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে থরে থরে টাকার বান্ডিল!

ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে থরে থরে টাকার বান্ডিল!

ওয়েব ডেস্ক : ইঞ্জিনিয়ারের বাড়িতে থরে থরে সাজামো ৫০০ টাকার বান্ডিল। তল্লাশি অভিযানে গিয়ে টাকার ‘পাহাড়’ দেখে চোখ কপারেল ওঠার মতো পরিস্থিতি উঠলেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকদের। ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের (Govt Engineer Odisha) বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের (Crores of Money Recovered) ঘটনায় হইচই পড়ে গিয়েছে। রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিল্যান্সের আধিকারিকেরা।

সূত্রের খবর, রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরই তল্লাশি অভিযানে যায় ভিজিল্যান্সের আধিকারিকরা। তদন্তকারীরা বাড়ি পৌঁছোতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৫০০ টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়েরাও হতভম্ব হয়ে যান। ভিজিল্যান্স সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্রও। শুধু ভুবনেশ্বরই নয়, ইঞ্জিনিয়ারের সাতটি ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন ভিজিল্যান্সের আধিকারিকেরা। ভিজিল্যান্স সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের দোতলা একটি বাড়ি রয়েছে অঙ্গুলে, একটি ফ্ল্যাট ভুবনেশ্বরে, পুরীর সিউলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে। সবক’টিতে তল্লাশি চালানো হচ্ছে। শোরগোল পড়ে যায় এই ঘটনা ঘিরে। কোটি কোটি টাকা উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: চার টুকরো হয়ে যেত পাকিস্তান, দাবি রাজনাথ সিং-র

দেখুন ভিডিও

Read More

Latest News