কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত (Vortex)। যা কিছু দিনের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হবে। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা। এবং সোমবার নিম্নচাপে পরিণত হবে। তবে এর থেকে ঘূর্ণিঝড়ের (Cyclone) সম্ভাবনা রয়েছে কি না সে বিষয়ে এখনই কোনও পূর্বাভাস দেয়নি ভারতের মৌসম ভবনের বুলেটিনে। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানাচ্ছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘মোচা’। এই নাম দিয়েছে ইয়েমেন। সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা। ১৩ থেকে ১৭ মে-র মধ্যে এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া (Kolkatas Weather): আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ২৭.৪° সেলসিয়াস। আবার শুক্রবার থেকে তাপমাত্রা (Temperature) বাড়বে বলেই জানাচ্ছেন হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengals Weather) : আজ বুধবার দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবার সম্ভাবনা সব থেকে বেশি। শিলাবৃষ্টি হপ্যের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে ৫০ কিলোমিটার বেগে। ৫ মে থেকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। এছাড়াও দক্ষিণবঙ্গের দু’এক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে। গুমোট ভাব বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Nortrh Bengal Weather): দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে। ৫ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। । শুক্রবার থেকে পার্বত্য এলাকায় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এছাড়াও আগামী কয়েকদিনে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় (Meghalaya) এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ভারী বৃষ্টি (Rain) হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখণ্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শিলা বৃষ্টি সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
















