Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকবে আসতে পারে ‘খাদান টু’? টলিপাড়ায় জোর চর্চা

কবে আসতে পারে ‘খাদান টু’? টলিপাড়ায় জোর চর্চা

কলকাতা: ২০২৪-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘খাদান’ (Khadaan)। বক্স অফিসে ঝড় তুলেছিল দেব-যিশু অভিনীত খাদান। এই ছবির হাত ধরে বাংলা কমার্শিয়াল ছবিকে নতুনভাবে বক্স অফিসে ফিরিয়ে এনেছিলেন সুপারস্টার দেব (Dev)। খাদনের মুক্তির পর থেকেই নানা মহলে এবং দর্শকদের মধ্যেও প্রশ্ন উঠেছিল যে খাদানের সিক্যুয়েল কবে আসবে। খাদান ২ (Khadaan 2)কবে আসছে দর্শকদের মনে এই প্রশ্নই ঘোরা ফেরা করছে।

এই ছবিটি দেবের ক্যারিয়ারের একটি অন্যতম মাইলস্টোন। দেবের পাশাপাশি যিশু সেনগুপ্তর অভিনয়ও এই ছবিতে অন্যতম বড় পাওনা। দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta)। দেবের প্রযোজনা সংস্থার সঙ্গেই খাদানের প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস। তাই এবার দেব এবং সুরিন্দর ফিল্মস জানিয়েছে, খাদানের সিক্যুয়েল আসতে পারে। কিন্তু কবে আসতে পারে এই ছবি? এবার দেব এবং সুরিন্দর ফিল্মস জানিয়েছে, খাদানের সিক্যুয়েল আসতে পারে। এমনকী এর একধাপ এগিয়ে দেব একটি সাক্ষাৎকারে নিশ্চিতও করেছেন যে “এর একটি সিক্যুয়েল হতে পারে। তবে খাদান ২ তৈরি করা হবে খাদানের গ্রহণযোগ্যতার এবং যদি ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় তাহলেই”। দেবের কথা থেকেই স্পষ্ট যে, খাদান 2 দেখতে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুন: বিছানায় শার্টলেস দেব, সুপারস্টারের প্রেমে বিভোর তরুণীরা

চলতি বছর যেন ‘দেবময়’। এই বছর অগাস্টে মুক্তি পাবে দেবের ‘ধূমকেতু’। দুর্গাপুজোতে আসবে ‘রঘু ডাকাত’। ‘প্রজাপতি টু’ আসবে বড়দিনে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এর মধ্যে সুপারস্টার দেবের ‘খাদান টু’ ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। সব ক’টা ছবিই বড় বিনিয়োগের। তা নিয়ে নিয়মিত চর্চা চলছে টলিপাড়ার অন্দরে। টলিপাড়ায় চর্চা আগামী বড়দিনে ‘খাদান টু’ বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সুজিত দত্ত পরিচালনা করেছিলেন এই ছবির। ‘খাদান’-এর পরবর্তী অংশের শুটিং কবে হতে পারে, তা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে।

অন্য খবর দেখুন

Read More

Latest News