কিভ: ইউক্রেনের (Ukraine) পূর্ব দিকে রাশিয়া (Russia) বিমান হামলা চালিয়েছে। ঘটনায় এক শিশু সহ এগারো জনের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন বহু। স্লোভিয়ানস্ক (Slovianosk) শহরে ওই হামলা চলেছে। এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় শোক প্রকাশ করেছে ইউক্রেনের (Ukraine) ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। তিনি শিশুটির পরিবারকে সমবেদনা জানিয়েছেন। দোনেতস্ক অঞ্চলের গভর্নর বাভলো কিরিলেঙ্কা বলেন, ২১ ব্যক্তি আহত এবং ১১ জন নিহত হয়েছেন। দোনেতস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা একটি অংশে স্লোভিয়ানস্কের অবস্থান।
রাশিয়া জানিয়েছে, স্লোভিয়ানস্ক থেকে ৪৫ কিমি দক্ষিণ পূর্বে বাখমুতের (Ukraine’s Bakhmut) দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের যে শহরগুলি নড়বড়ে অবস্থায় রয়েছে তার মধ্যে রয়েছে এটি। বিমান হামলায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং তছনছ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি (Vlodymyr Zelensky) আবাসিক ভবনে গোলা হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন। দিনের আলোয় মানুষকে খুন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় তিনি রাশিয়ার ভূমিকায় নিন্দা করেছেন। স্লোভিয়ানস্কের এক বাসিন্দা বলেন, আমি রাস্তার উল্টো দিকে থাকি। ঘুমের ঘোরে প্রচণ্ড শব্দ শুনতে পেয়ে ফ্ল্যাট থেকে বাইরে এলাম। ভয় পেয়েছিলাম। হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ঘরের জানালার কাঁচও ভেঙে গিয়েছে। কাঁচের টুকরোয় ভরে গিয়েছে ঘর।
আরও পড়ুন: Haldia Tornedo | রাজ্যজুড়ে তাপপ্রবাহের মাঝেই হঠাৎ দেখা টর্নেডোর, আতঙ্ক শিল্প শহরে
রাশিয়া দাবি করেছে, বাখমুতে ইউক্রেনীয় সেনার সংখ্যা কমে গিয়েছে। তবে অবশ্য কিভের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে তারা। একটি সূত্রের দাবি, কিভের সেনারা জটিল পরিস্থিতির মধ্যে আছে। অনেক সেনা নিখোঁজ। ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বাখমুতের উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব এলাকার দখল নিয়েছে তারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় স্লোভিয়ানস্কে ১১ জন প্রাণ হারিয়েছে। ২১ জন জখম হন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়ার হামলায় খেরসনে মা ও মেয়ে নিহত হয়েছেন। এদিকে ইউক্রেনের অর্থ মন্ত্রী শেরিয় মার্চেঙ্কো (Ukrainian Finance Minister Serhiy Marchenko) বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ১১৫ বিলিয়ন ডলারের পাওয়া গিয়েছে। যা ইউক্রেনকে আরও শক্তি জোগাবে।