নয়া দিল্লি: সময়, পরিস্থিতি, কাজের গতি, পঠনপাঠনের প্রকৃতি বদলাচ্ছে। এই প্রেক্ষিতে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) এবার কলেজের পঠনপাঠনের সময় বাড়ানো বা ক্লাস টাইম (Classtime) বৃদ্ধির উদ্যোগ নিতে চলেছে। সাধারণত, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস হয়। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত (Under) কলেজে তা বাড়িয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করতে চায় তারা। এর ফলে অনেক ছাত্রছাত্রী উপকৃত হবেন বলে মনে করছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) যোগেশ সিং (Jogesh Singh)।
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে (Interview) তিনি এই উদ্যোগের কথা জানিয়েছেন। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজে অবশ্য আগে থেকেই মর্নিং, ডে, নাইট কলেজ চালু রয়েছে। তবে একই কলেজে (College) সকাল (Morning) থেকে রাত (Night) পর্যন্ত ক্লাস করার এই সুযোগ চালু নেই। এমন হলে ছাত্র ছাত্রীরা (Student) সুবিধামতো ক্লাস করতে পারবেন মনে করছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: G 20: জি ২০ সম্মেলনের পর্যটন গন্তব্য হিসেবে বাছা হয়েছে বাংলার মোট চারটি স্থান
এমনিতে এই বছরেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-ইউজি। অভিন্ন আসন পুনর্বিন্যাস ব্যবস্থা বা কমন সিট অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়েছে তাতে। সিবিএসই, আইসিএসই, বিহার বোর্ড সহ বিভিন্ন বোর্ডের ছাত্র ছাত্রীরা সমান ভাবে সেখানে মেধা যাচাইযের সুযোগ পেয়েছে বলে তিনি মনে করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (Nta) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (Ugc) কাছে স্নাতকের ওই অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বছরে দুবার নেওয়ারও পরামর্শ দিচ্ছেন তিনি। যাতে সেখানে রাজ্য বোর্ডের ছাত্র ছাত্রীরাও সুযোগ পেতে পারে। তিনি শিক্ষার মান বাড়াতে উচ্চশিক্ষায় (Higher Education) গবেষণাকে (Research) আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন।