Friday, October 31, 2025
Homeমধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে ইরান বনাম ইজরায়েল, মার পাল্টা মার, যুদ্ধে এগিয়ে কে?

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে ইরান বনাম ইজরায়েল, মার পাল্টা মার, যুদ্ধে এগিয়ে কে?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েলের মধ্যে মহাযুদ্ধ। আঘাত পাল্টা প্রত্যাঘাতে ইরান-ইজরায়েল সংঘাত (Iran-Israel conflict) ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল ইরান-ইজরায়েল সংঘর্ষ। এদিন সকালেও ইজরায়েলের বিভিন্ন জায়গায় সাইরেনের শব্দ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তেহেরানে থাকা ভারতীয় পড়ুয়া ও ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের শবর ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। ইতিমধ্যে আর্মেনিয়া সীমান্ত দিয়ে কিছু ভারতীয়কে ইরান থেকে নিরাপদে বার করে আনা হয়েছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সব মিলিয়ে তেহরানের ৮০টি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, তাদের হামলায় ইরানে অন্তত ২২৪ জনের মৃত্যু হয়েছে। জখম প্রায় ১২০০। মধ্যপ্রাচ্যের ‘প্রলয়োল্লাস’ শুরু হয়েছে তাতে বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্ব ষুদ্ধের পদধ্বনী শোনা যাচ্ছে। এই সাংঘাতের পরিস্থিতির মধ্যেই ডি৭ সম্মলনে ইজরায়েলকে সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিবৃতিতে আরও লেখা হয়েছে,ইরান আঞ্চলিক উত্তেজনা এবং সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইজ়রায়েলের আত্মরক্ষার স্বার্থে আমরা তাদের সমর্থন করছি। চিন-রাশিয়া ইরানের পাশে। কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ তা নিয়ে ভয়ে শঙ্কিত গোটা বিশ্ব।

বর্তামানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইরান-ইজরায়েলের সংঘাত। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন হচ্ছে কোন দিকে যাচ্ছে ইরান-ইজরায়েলের সংঘাত। তার কারণ দু দেশের পক্ষ থেকে আঘাত ও প্রত্যাঘাতের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি দুদেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে ক্ষয়ক্ষতির সংখ্যা। একদিকে ইরান ইজরায়েলের রাজধীনী তেল আভিভে হামলা চালিয়েছে। সেই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাড়ির কাছাকাছি হামলা চালিয়েছে। উল্টো দিকে ইরানের একের পর এক মিসাইল হামলা চালিয়েছে। ইরানের মাসাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের সব থেকে বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরান ইজরায়েলের বিজ্ঞান গবেষণাকেন্দ্রে হামলা চালিয়েছে। পাল্টা ইরানের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল। ফলে সব মিলিয়ে এই সংঘাতের তীব্রতা বাড়ছে। এই হামলায় ইরানের সেনা প্রধানের মৃত্যু হয়েছে। মিসাইল হামলায় বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইরানের হামলায় ইজরায়েলের বহু সেনাকর্মীর মৃত্যু হয়েছে। সব থেকে ছাড় পাচ্ছে না দুদেশের সাধারণ মানুষ। কী ভাবে এই মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এখন সেই চিন্তাই গ্রাস করেছে দুদেশের সাধারণ নাগরিককে।

আরও পড়ুন: ১ ঘন্টা ৫ মিনিটে ইজরায়েলের কোমর ভাঙল ইরান

প্রসঙ্গত, পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান, এই আশঙ্কায় গত শুক্রবার অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ (Tel Aviv-Yafo)। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারান ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয় বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয় ইজরায়েলি হামলায়। ইজরায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে তেহরানে ইরানের সেনার সদর দফতরে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা।

দেখুন ভিডিও

Read More

Latest News