কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিহারের মধুবনী (Madhubani Train Fire) রেলওয়ে স্টেশনের (Madhubani Railway Station) একটি খালি ট্রেনে ভয়াবহ আগুন।পুড়ে ছাই পাঁচটি বগি। শনিবার সকালে জয়নগর থেকে নয়াদিল্লি স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় পুলিস ঘটনাস্থলে পৌঁছোয়।পূর্ব মধ্য রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, সকাল ৯টা ৫০ এ আগুন নেভানো হয়েছে।এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
#WATCH | Fire breaks out in an empty train at Madhubani railway station in Bihar pic.twitter.com/Rps2N8gwKk
— ANI (@ANI) February 19, 2022
বিস্তারিত আসছে…
এটি একটি ব্রেকিং নিউজ। খবরটি কলকাতা টিভি ডিজিটাল সদ্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হবে। সেই খবর পেতে নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালের হোম পেজে। সমস্ত খবরের খুঁটিনাটি, যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরই কলকাতা টিভি ডিজিটাল খবর প্রকাশ করে থাকে। একেবারে নির্ভুল, তথ্যসমৃদ্ধ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে কলকাতা টিভি ডিজিটাল দায়বদ্ধ। ফেক নিউজের পাহাড় থেকে খুঁজে খুঁজে প্রকৃত খবর পাঠক, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা টিভি ডিজিটালের সাংবাদিকরা কোনও চেষ্টা সরিয়ে রাখে না।