ওয়েবডেস্ক- পাটনার (Patna) পারস হাসপাতালে (Paras Hospital) চলল গুলি (Firing)। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডাক্তার, নার্স সহ রোগীদের মধ্যে। নিরাপত্তা প্রশ্নের মুখে। কুখ্যাত এক বন্দিকে নিশানা করে এই গুলি চালায় দুষ্কৃতীরা। জানা গেছে, বৃহস্পতিবার,কয়েকজন অজ্ঞাত পরিচয় আততায়ী প্যারোলে থাকা ওই বন্দিকে গুলি করেছে। পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতীর হাসপাতালে চিকিৎসা চলছিল। আততায়ীরা হাসপাতালে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে পৌঁছেছেন পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা (Patna SSP Karthikeya K Sharma) ।
এসএসপি জানিয়েছেন, বক্সার জেলার এক কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে (Notorious criminal Chandan Mishra) লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। এই চন্দনের বিরুদ্ধে একাধিক খুনের মামলা ছিল। যার মধ্যে একটিতে সে দোষী সাব্যস্ত হয়ে। বৃহস্পতিবার আচমকা হাসপাতালে ঢুকে তার উপর গুলি চালায় আততায়ীরা। চিকিৎসার জন্য সে প্যারোলে ছিল ওই বন্দি। তার প্রতিপক্ষ দলের সদস্যরা তার উপর গুলি চালায় বলে জানা গেছে।
আরও পড়ুন- বিহারে কর্মসংস্থানের ঢালাও সুযোগ, ১ কোটি চাকরির অনুমোদন
পুলিশের মতে, মোট পাঁচজন লোক ছিল, যার মধ্যে চারজন হাসপাতালে প্রবেশ করেছিল এবং বাকি একজন গাড়িতে অপেক্ষা করছিল। চন্দন বক্সার জেলার বাসিন্দা। বেউর জেলে বন্দী ছিল। সিসিটিভি ফুটেজে আততায়ীদের মুখ দেখা গেছে। পোস্ট মর্টেম রিপোর্ট এলে জানা যাবে কত রাউন্ড গুলি চলেছে।
সেন্ট্রাল রেঞ্জ (পাটনা) আইজি জিতেন্দ্র রানা জানিয়েছেন, এই ঘটনায় নিরাপত্তারক্ষীরা জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য আর মাস খানেক পরেই বিধানসভা নির্বাচন। বিহারের এই ঘটনায় ফের নীতীশ সরকারের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা।
দেখুন আরও খবর-