skip to content
Saturday, July 6, 2024

skip to content
Homeদেশ'এক দেশ, অভিন্ন নির্বাচন' কমিটির প্রথম বৈঠক আজ কোবিন্দের বাড়িতে

‘এক দেশ, অভিন্ন নির্বাচন’ কমিটির প্রথম বৈঠক আজ কোবিন্দের বাড়িতে

Follow Us :

নয়াদিল্লি: ‘এক দেশ, অভিন্ন নির্বাচন’— নিয়ে গঠিত কমিটি আজ, বুধবার প্রথম বৈঠকে বসবে। কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দিল্লিস্থিত বাসভবনে বৈঠক হবে। লোকসভা, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত ভোট একসঙ্গে করা নিয়ে সর্বস্তরের মতামত নেবে এই কমিটি। চেয়ারম্যান ছাড়া কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, প্রাক্তন অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং, প্রবীণ আইনজীবী হরিশ সালভে, প্রাক্তন লোকসভার মহাসচিব সুভাষ সি কাশ্যপ এবং প্রাক্তন মুখ্য ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, আলোচ্যসূচি এমনভাবে তৈরি করা হয়েছে, যার নিষ্পত্তি আগেভাগেই ঠিক করে রাখা হয়েছে। সূত্রের খবর, অধীর ওই বৈঠকে নাও থাকতে পারেন।

প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরদিনই, শুক্রবার কেন্দ্রীয় সরকার ‘এক দেশ, অভিন্ন নির্বাচন’ তত্ত্বকে আইনে পরিণত করতে কমিটি গঠন করে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বৃহস্পতিবার এক্স বার্তায় একথা জানান। তারপর এদিনই এক দেশ, অভিন্ন নির্বাচন নিয়ে কমিটি গঠনের তৎপরতায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতের প্রথম চালু হচ্ছে ইউপিআই-এটিএম, কীভাবে তুলবেন টাকা, জানুন

এই বিশেষ অধিবেশনে যে এই বিষয়টি নিয়েই বিল পেশ এবং পাশ করানোর চেষ্টা হতে পারে, তা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই কমিটি কেবলমাত্র আইনের যৌক্তিকতা এবং যুগোপযোগিতা নিয়ে বিচার-বিশ্লেষণ করবে তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করবে। যাতে এটা খুব সহজেই সংসদে পাশ হয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদি দেশে অভিন্ন নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল করে আসছেন। কারণ, মোদির দাবি, প্রায় প্রতিবছর কোথাও না কোথাও ভোট থাকার ফলে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় উন্নয়নকাজ ব্যাহত থমকে যায়। তিনি অসংখ্যবার এনিয়ে ঐকমত্য গঠনের কথা বলে আসছেন। তাছাড়াও রয়েছে বছর বছর ভোট করানোর বিপুল পরিমাণ খরচের বহর।

উল্লেখ্য, ইতিহাস বলে ১৯৬৭ সাল পর্যন্ত দেশে লোকসভা এবং বিধানসভাগুলির ভোট একসঙ্গেই হতো। কিন্তু, কিছু রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর থেকে এই ধারা কেটে যায়। ২০১৯ সালের লোকসভা ভোটের পর মোদি এ বিষয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছিলেন। কিন্তু, সেই বৈঠক অধিকাংশ রাজনৈতিক দল এড়িয়ে যায়। কমিটি গঠন ও বিল নিয়ে উদ্যোগের বিষয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, মোদি চাইছেন এক দেশ, একদলীয় শাসন ব্যবস্থা। আসলে ইন্ডিয়ার ছাতার তলায় বিরোধীদের একজোট হতে দেখে ভয় পেয়েছেন মোদি।

আচমকা পাঁচদিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে ওঠে। যদিও বিশেষ অধিবেশন কী কারণে ডাকা হচ্ছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনের পরপরই বিশেষ অধিবেশন ডাকা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। জোশি বলেছেন, অমৃতকালের আবহে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্ক গড়ে তোলার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। এক্স বার্তায় জোশি পুরনো সংসদ ভবনের সঙ্গে নতুন ভবনেরও ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, গত মাসেই সদ্য শেষ হয়েছে বিতর্কিত বাদল অধিবেশন। যা পুরনো বাড়িতেই হয়েছিল। বাদল অধিবেশনের পর সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ শীত অধিবেশন বসে।

রাজনৈতিক মহলের ধারণা, বিশেষ অধিবেশন ডেকে ঢাক পিটিয়ে কাজ শুরু হবে নতুন সংসদ ভবনের। একাংশের মতে, জি ২০ বৈঠকের পরপরই বিশেষ অধিবেশন ডেকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উজ্জ্বল অবস্থানকে দেশের কাছে তুলে চাইছে সরকারপক্ষ। অথবা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বছরে এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু উন্নয়ন-খয়রাতির ঘোষণা করতে পারে সরকারপক্ষ। অধিবেশনের পরেই ভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে বলেও অনেকের অনুমান।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jamalpur | কলকাতা টিভির খবরের জের, জামালপুর সালিশিসভা কাণ্ড, FIR ১২ জনের নামে
00:00
Video thumbnail
Mahua Moitra | ফের FIR-এর দাবি মহুয়ার বিরুদ্ধে, কী হতে চলেছে দেখুন
00:00
Video thumbnail
TMC | ৩ তৃণমূল নেতা গ্রেফতার কোথায়, কেন জেনে নিন
00:00
Video thumbnail
Rahul Gandhi | 'খেলা' শুরু গুজরাত থেকেই নতুন কংগ্রেসের শুরু বিরাট ঘোষণা রাহুল গান্ধীর
00:00
Video thumbnail
Rahul Gandhi | গুজরাত থেকে রাহুলের হুঙ্কার বিজেপিকে কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদির গড়ে রাহুলের পদার্পণ তারপর কী হলো দেখুন
00:00
Video thumbnail
Uddhav Thackeray | রাজস্থানের পর মহারাষ্ট্র! বিজেপি নেতারা পৌঁছলেন উদ্ধবের কাছে?
07:17:42
Video thumbnail
NEET | অনির্দিষ্টকালের জন্য স্থগিত NEET-UG-র কাউন্সেলিং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি?
19:35
Video thumbnail
Jamalpur | জামালপুরে সালিশির নামে তৃণমূলের নেতার 'দাদাগিরি'
10:52
Video thumbnail
Bankura | TMC | বাঁকুড়ার ওন্দায় গ্রেফতার ৩ তৃণমূল নেতা
02:59