Sunday, August 17, 2025
Homeরাজ্যRajasthan Congress: রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাইলটের, শৃঙ্খলা...

Rajasthan Congress: রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাইলটের, শৃঙ্খলা মেনে চলার জবাব দিলেন গেহলট

Follow Us :

জয়পুর: বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের রাজস্থানে কংগ্রেসের (Rajasthan Congress) অন্তদ্বর্ন্দ্ব শিরোনামে এল। বুধবার রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট (Sachin Pilot) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) নিয়ে তোপ দাগার কয়েক ঘণ্টার মধ্যেই তার জবাব দিলেন গেহলট। পাইলটের নাম না করে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, সকলকে দলের শৃঙ্খলা মেনে চলা উচিত।

এদিন প্রথমে বাণটি ছোড়েন পাইলট। দলের কাছে তাঁর দাবি, এবার সিদ্ধান্তহীনতার সময় শেষ হয়েছে। দলের শীর্ষনেতাদের উচিত বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শৃঙ্খলাভঙ্গের জন্য রাজস্থানের কয়েকজন বিধায়ককে নোটিস দিয়েছিল এআইসিসি (AICC )। তাঁদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন গেহলট-বিরোধী শিবিরের নেতা পাইলট।

আরও পড়ুন: Pooja Bhatt: ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে হাঁটলেন পূজা ভাট, প্রশংসা নেটিজেনদের

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে গান্ধী পরিবারের প্রথম পছন্দের ব্যক্তি ছিলেন দলিত নেতা গেহলটই। কিন্তু, দলের এক ব্যক্তি এক পদ নীতিতে তাঁকে পদত্যাগ করতে হতো সভাপতি নির্বাচনে দাঁড়ালে। ১০ জনপথের ইচ্ছা ছিল সে জায়গায় শচীন পাইলটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে। কিন্তু, এখানেই বেঁকে বসেন গেহলট-ঘনিষ্ঠ বিধায়করা। তাঁরা সরাসরি হাইকমান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন। তাঁদের হুমকি ছিল গেহলটকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দলীয় নেতৃপদে নিয়ে গেলে ইস্তফা দেবেন তাঁরা। সেই মুহূর্তে রাজস্থানে প্রায় সরকার পতনের উপক্রম হয়। তারপর অশোক গেহলটকে সভাপতি পদে না দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি পদে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়্গে এবং শশী থারুরের মধ্যে।

সেপ্টেম্বরে সেই রাজপুত-বিদ্রোহের প্রসঙ্গ তুলেই এদিন গেহলট শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন পাইলট। প্রসঙ্গত, মঙ্গলবার এক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও অশোক গেহলটের পরস্পরকে প্রশংসা করা নিয়েও কটাক্ষ করেন পাইলট। এর জবাবে আলওয়ারে মুখ্যমন্ত্রী বলেন, ওদের এ ধরনের মন্তব্য করা উচিত নয়। সকলকেই শৃঙ্খলা মেনে চলা উচিত। এদিন পাইলট এও বলেন, মোদির মুখে গেহলটের প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ এবং হালকাভাবে নেওয়া উচিত নয়।

জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাইলট বলেন, নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) এবার উচিত বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কংগ্রেস একটি প্রাচীন দল। এই দলে সকলের জন্য এক নিয়ম। আমি নিশ্চিত খাড়্গে নিশ্চই ব্যবস্থা নেবেন। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23