Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeঅবতরণের পরেও খুলল না দরজা, বিমানেই আটকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

অবতরণের পরেও খুলল না দরজা, বিমানেই আটকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক- আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় (Ahmedabad plane crash) শোকস্তব্ধ গোটা দেশ। কিছুদিন আগেই হয়ে যাওয়া পহেলগাম কাণ্ডের (Pahalgam Incident) বীভৎসতা নিয়ে বাকরুদ্ধ দেশবাসী। তার কিছুদিন পরেই এই বিমান বিপর্যয়। সেখানে ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু। এই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Former Gujarat Chief Minister Vijay Rupani) । এবার সেই বিমান বিভ্রাটে (Flight Disruption) দুর্ভোগের মধ্যে পড়লেন ছত্তীশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Former Chhattisgarh Chief Minister and Congress leader Bhupesh Baghel) 

রায়পুরে অবতরণের পর প্রায় আধঘণ্টা বিমানের মধ্যেই বসে থাকতে হল তাঁকে। কারণ যান্ত্রিক ত্রুটি। সফল ভাবে অবতরণের পরেও বিমানের দরজা খুলছিল না। ফলে অন্য যাত্রীদের সঙ্গে বিমানে আটকে থাকতে হল ভূপেশ বাঘলেকে। দিল্লি থেকে রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমানে এই ঘটনা ঘটে।  ৬ই ৬৩১২ বিমানটিতে বাঘেল ছাড়াও ছিলেন ছত্তীশগড়ের সরাইপালির কংগ্রেস বিধায়ক চাতুরী নন্দ এবং রায়পুরের মেয়র মীনাল চৌবে।

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহমেদাবাদ বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস

বুধবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ রায়পুর বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি।ত তার পরেই যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির শিকার হতে হয়, ছত্তীশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেল ছাড়াও অন্যান্য যাত্রীদের। প্রায় আধ ঘণ্টা আটকে থাকতে হয়। পরে বিমানে দরজা খোলে, সকলে সুস্থ ও নিরাপদে বেরিয়ে আসেন। ঘটনা প্রসঙ্গে উড়ান সংস্থা সম্পর্কে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

জানা গেছে, বিমানটি অবতরণের পরেও বিমানকর্মীরা মূল দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। বিমানের কেবিনের স্ক্রিনে ‘নো সিগনাল’ লেখা দেখাচ্ছিল বলে খবর। পরে বাঘেলবলেন, “বিমানের গেলে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। প্রায় আধ ঘণ্টা ধরে চেষ্টা করার পরে অবশেষে দরজাটি খোলে এবং যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন।”

দেখুন আরও খবর-

 

Read More

Latest News