ওয়াশিংটন: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি এফবিআইয়ের। বাড়ির সিন্দুক ভেঙে তল্লিশ চলানো হয় বলেও খবর। সন্দেহ, বেশ কিছু সরকারি নথি ফ্লোরিডা রিসর্টে সরিয়েছেন ট্রাম্প। সেই সন্দেহ থেকেই এ দিনের তল্লাশি বলে মনে করা হচ্ছে।
গতকাল সোমবার পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল রিসর্ট ‘মার-আ-লাগো’-তে হানা দেয় এফবিআই। হোয়াইট হাউস ছাড়ার সময় প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট কোনও গোপন নথি নিয়ে গিয়েছিলেন কি না, জানতে চায় এফবিআই।
মার্কিন বিচার বিভাগ অবশ্য এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া ওয়াশিংটনে এফবিআই’র সদর দফতর এবং মিয়ামিতে অবস্থিত সংস্থাটির ফিল্ড অফিসও ট্রাম্পের বাড়িতে অভিযানের বিষয়ে মুখ খোলেনি।
এই অভিযানে ক্ষুব্ধ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “দেশের খারাপ সময়ের ইঙ্গিত। এর আগে কোনও প্রেসিডেন্ট্রের সঙ্গে এমনটা হয়নি। আমার বাড়ি এফবিআই এজেন্টদের দখলে। এফবিআই এজেন্টরা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে। আমার সিন্দুকে তল্লাশি চালিয়েছে ওরা। তৃতীয় বিশ্বের দেশগুলোর মত বিনা নোটিসে আমার বাড়িতে হানা দেওয়ার প্রয়োজন ছিল না। এটা অসভ্য আচরণ। বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে রয়েছে ডেমোক্রেটরা। আমি যাতে ২০২৪ সালের ভোটে লড়তে না পারি তার জন্যই এই কাজ করা হচ্ছে।”