বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glen n Maxwell)। জন্মদিনের পার্টি চলাকালীন বন্ধুর বাড়ির পাশের একটা জায়গায় ছুটতে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, তাঁর পা-টা কোনও দড়িতে আটকে গিয়েই হয় এই দুর্ঘটনা। বন্ধুর ৫০তম জন্মদিনের পার্টির মাঝে হওয়ায় এই দুর্ঘটনার পর ম্যাক্সওয়ের পায়ের অবস্থা ভাল নয় বলে জানা গিয়েছে।
ম্যাক্সওয়েলের চোট খুবই গুরুতর। অন্তত তিন মাস তাঁর মাঠে নামের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে দুটি ম্যাচে খেললেই দেশের হয়ে ১০০টা আন্তর্জাতিক কুড়ি কুড়ি ফর্ম্যাটের ম্যাচ খেলা হয়ে যেত মাক্সওয়েলের। এবার তাঁকে দেশের হয়ে টি২০ কেলার সেঞ্চুরি করতে হলে আরও বেশ কটা দিন অপেক্ষা করতে হবে।
ম্যাক্সওয়েলের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দলে নেওয়া হল সিন অ্যাবটকে। আরও পড়ুন-T20 WC Final: ৩০ বছর আগের ফাইনালের মতই আজও প্রথমে ব্যাট করবে পাকিস্তান
JUST IN: Glenn Maxwell has fractured his leg in a freak accident at a friend’s birthday party.
He slipped while running in a backyard with the friend and his leg became trapped.
The allrounder will be out for an extended period, starting with the ODIs against England next week. pic.twitter.com/EtS1P0kwTq
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 13, 2022