নয়া দিল্লি: গোধরা-কাণ্ডে যাবজ্জীবন (Life Imprisonment) সাজাপ্রাপ্ত এক অপরাধীকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। সে ইতিমধ্যে ১৭ বছর জেল (Jail) খেটেছে। সেই কথা চিন্তা করে তাকে ছাড়া হয়েছে। গোধরা-কাণ্ডে ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় সে অভিযুক্ত ছিল। বৃহস্পতিবার ফারুক নামে ওই বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি (Chief Justice) ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমা এদিন ওই নির্দেশ দিয়েছেন। ওই বন্দি এই বিষয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন। আদালত সূত্রে এই খবর জানা গিয়েছে।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। সবরমতী এক্সপ্রেসের ভিতর দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৮ জনের। অভিযোগ, ট্রেনের বগির দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ফারুকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অসহায় যাত্রীদের পালাতে বাধা দিয়েছিল এবং পাথর ছুড়েছিল।
আরও পড়ুন: Kolkata International Film Festival: ‘অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত’: মমতা বন্দ্যোপাধ্যায়
এর আগে গত ১৩ মে ওই ঘটনায় আব্দুল রহমান ধান্তিয়াকে ছয় মাসের জন্য জামিন দেওয়া হয়। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত বলে তাকে ছাড় দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর আদালত তার জামিনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।