নয়াদিল্লি: অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে (Android Platforms) অসংখ্য এমন অ্যাপ (App) রয়েছে, যারা ঋণ (Loan) নিতে ইচ্ছুক ব্যক্তিদের ঋণ প্রদান (Lend) করে। ঋণগ্রহীতাদের (Borrowers) ঋণ দেওয়ার পর, তাদের থেকে ঋণের অর্থ এবং সুদের (Interest) পরিমাণ আদায় করার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকে। এই নিয়ে হামেশাই অভিযোগ (Complaint) শোনা যায়। ভারতেও এই ধরনের অ্যাপের স্বল্পমেয়াদী ঋণের (Short-term Loan) ফাঁদে পা দিয়েছেন অনেকে এবং তারপর নানাভাবে হেনস্তার (Harassment) শিকার হতে হয়েছে। ভারতে এই ধরনের অনেক অ্যাপ বন্ধ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। কিন্তু ভারত ছাড়া অন্যান্য দেশেও এই ধরনের অ্যাপ ব্যবসার ফাঁদ পেতে রেখেছে। তার বিরুদ্ধে মার্কিন টেক জায়ান্ট গুগল (US Tech Giant Google) ব্যবস্থা নিতে চলেছে, যাতে করে ঋণগ্রহীতাদের হেনস্তা করা থেকে বিরত রাখা যায় ঋণদাতা সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনের আড়ালে বসা থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
আরও পড়ুন: CBI To Probe Oxfam India | অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
বিশ্বের স্মার্টফোন মার্কেটে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android OS) পরিচালিত স্মার্টফোনের (Smartphones) সংখ্যা সবচেয়ে বেশি। গুগলের ব্যবসায়িক স্ট্র্যাটেজির (Business Strategy) কারণে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ওপেন সোর্স (Open Source) হওয়ায় কড়াকড়িও অনেক কম। যদিও আগের তুলনায় এখন অনেক বেশি সুরক্ষিত গুগল প্লে স্টোর (Google Play Store)। ঋণ প্রদানকারী অ্যাপগুলি ঋণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট অ্যাপ ইউজার (Users) বা ঋণগ্রহীতারদের থেকে তাদের কন্ট্যাক্ট, ছবি এবং আরও অনেক কিছু তথ্য সংগ্রহ করে। গুগল এই বিষয়টিতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে। গুগল নতুন একটি আপডেট নিয়ে এসেছে তাদের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। প্লে স্টোরে থাকা লোন অ্যাপগুলি এবার থেকে সংশ্লিষ্ট ইউজারের মোবাইলের এক্সটার্নাল স্টোরেজ (External Storage), ছবি (Photos), ভিডিয়ো (Videos), কন্ট্যাক্ট (Contacts), সঠিক লোকেশন (Precise Location) এবং কল লগের (Call Logs) নাগাল পাবে না অর্থাৎ অ্যাক্সেস করতে পারবে না। গুগলের ফিন্যান্সিয়াল পলিসিতে (Google’s Financial Services Policies) নতুন এই পরিবর্তন ৩১ মে থেকে বাস্তবায়িত হবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে।
গুগল কী বলছে?
“গুগল তাদের আপডেটে বলেছে, ব্যক্তিগত ঋণ প্রদানকারী অ্যাপ কিংবা ব্যক্তিগত ঋণ প্রদান সহজতর করা যে সমস্ত অ্যাপের প্রধান উদ্দেশ্য, সেই সমস্ত অ্যাপগুলিকে ফটো ও কন্ট্যাক্টের মতো সংবেদনশীল ডেটার (Sensitive Data) অ্যাক্সেস পাওয়া বন্ধ করা হচ্ছে।”
ঋণ প্রদানের পর ঋণদাতা অ্যাপগুলি তা আদায় করার জন্য নানান উপায় অবলম্বন করে। হুমকি দেওয়ার পাশাপাশি সুনাম ও পরিচিতি নষ্ট করার হুঁশিয়ারি দেওয়া হয়। মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহননের পথও বেছে নিয়েছেন। ভারত ও কেনিয়াতে এই ধরনের অ্যাপগুলির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই গুগল এই পদক্ষেপ গ্রহণ করল।
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগলের এই নতুন নীতি ভারত (India), কেনিয়া (Kenya), নাইজেরিয়া (Nigeria), ফিলিপিন্স (Philippines) এবং ইন্দোনেশিয়াতে (Indonesia) বলবৎ হতে চলেছে।