গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রামে (Gurgaon Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দমকলের ২০টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, সোমবার (Monday) ৪৯ নম্বর সেক্ট্ররে ঘাসৌলা গ্রামের এক বস্তিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শুরু হয়ে যায় বাসিন্দাদের মধ্যে ছোটাছুটি। প্রথমে বস্তির বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকলে। পরে ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন আসে। দমকল আসার আগেই অবশ্য অনেক ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন: Vanuatu Earthquake: ভানুয়াটু দ্বীপে তীব্র ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা
ওই বস্তিতে বেশিরভাগ ঝুপড়িই প্লাস্টিক, কাঠ এবং বাঁশের মতো দাহ্য বস্তু দিয়ে তৈরি।দমকলের অফিসারদের বক্তব্য, এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই শীতের মধ্যে গৃহহীন মানুষগুলিকে খোলা আকাশে নীচে থাকতে হচ্ছে।
দমকলের এক অফিসার রাজেশ কুমার জানান, সোমবার বেলা ১২ টা নাগাদ ওই বস্তিতে আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এলাকায় সিভিল ডিফেন্স বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে অনেকে আবার ভীটে ছেড়ে অন্যত্র যেতে রাজি হননি। সন্ধ্যা পর্যন্ত বহু মানুষকে পোড়া ঝুপড়ি থেকে জিনিসপত্র খুঁজতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, বছর দুয়েক আগেও এই বস্তিতে আগুন লাগে। তখনও বিপুল ক্ষতি হয়েছিল। কয়েক একর জায়গায় জুড়ে এই বস্তিতে হাজারখানেক কাঁচা বাড়ি রয়েছে। বহু বছর ধরেই এই ঝুপড়ি গুলিতে গরিব মানুষ বসবাস করে আসছেন।