Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeচুল ঝরে পড়ছে !! কীভাবে আটকাবেন টাক পড়ে যাওয়া?

চুল ঝরে পড়ছে !! কীভাবে আটকাবেন টাক পড়ে যাওয়া?

ওয়েব ডেস্ক : বঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে। অসময়ে ঝিরঝিরে বৃষ্টি হতেই থাকবে এখন। মাথার উপর ছাতা থাকলেও সবসময় চুল শুকনো থাকে না। বৃষ্টিভেজা চুল এই মরশুমে অত্যন্ত সময়ের হয়ে দাঁড়ায়। আবার স্নান করে ছুক শুকোতেও সময় লাগে অনেকটা। আর ভেজা চুল আঁচড়াতে গিয়ে দেখা যায় চিরুনেই থেকে যায় কিছুটা। এই মরশুমে চুল ঝরার হার বেড়ে যাওয়ার কারণ শুধু বৃষ্টি নয়, আর্দ্রতাও বড় সমস্যার।

চুল নিয়ে বড় সমস্যায় ভোগে এখন প্রায় সকলেই। চুল ঝরে পড়া আর নয়তো আঠালো হয়ে যাওয়া এই সমস্যা এখন সকলের। বর্ষাকাল মানেই চুল রুক্ষ হয়ে পড়া। আর বৃষ্টিতে ভিজে গেলে শ্যাম্পু করা খুব দরকার। বর্ষায় আর কীভাবে নেবেন চুলের যত্ন? জেনে নিন

আরও পড়ুন: ওজন বাড়ার ভয়ে রাতে ভাত খেতে পারেন না ! দেখুন কি করবেন

বর্ষাকালে অবশ্যই চুলে ব্যবহার করুন কন্ডিশনার। সারা বছর যদি কন্ডিশনার নাও লাগান, বর্ষাকালে আপনাকে মাখতেই হবে কন্ডিশনার। চুলের রুক্ষতা দূর করতে কন্ডিশনার ভীষণ জরুরি। এবং বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকার কারণে এই সময় চুল উসকো খুসকো হয়ে পড়ে। রুক্ষ চুল গুছিয়ে এক জায়গায় রাখতে সিরাম হচ্ছে সবচেয়ে উপকারী। এছাড়াও সিরাম চুলে পুষ্টি জোগায়।

রাস্তাঘাটে বেরোলে চুল একটু আঁটসাঁট করে বাধতেই পছন্দ করেন অনেকে। তবে বর্ষায় আর্দ্রতা যেহেতু কম থাকে, তাই বেশি শক্ত করে চুল বাঁধলে সমস্যা হতে পারে। ফলে চুল সহজে বড় হয় না।

দেখুন অন্য খবর

Read More

Latest News