জয়পুর: কর্নাটকের উদুপির হিজাব (Hijab Row) বিতর্কের (Udupi hijab controversy)মধ্যেই রাজস্থানের জয়পুরের (Jaipur college) এক কলেজে ছাত্রীদের বোরখা (Burqa)পরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। জয়পুরের চাকসুর কস্তুরী দেবী কলেজের (Kasturi Devi College) সংখ্যালঘু ছাত্রীদের একাংশ এই অভিযোগ করেছেন। সরাসরি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বোরখা পরে আসা ওই ছাত্রীরা।
শুক্রবার কলেজে ঢুকতে বাধা পেয়ে ওই ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে তাঁদের অভিভাবকরাও শামিল হন। কলেজ গেটের সামনে বিক্ষোভরত এক ছাত্রী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, ‘আগেও আমরা বোরখা পরে কলেজে এসেছি। কখনও বোরখা নিয়ে সমস্যা তৈরি হয়নি। কলেজ কর্তৃপক্ষও আপত্তি জানায়নি। কিন্তু, শুক্রবার সকালে আমাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়।’ বিএ পাঠরত ওই ছাত্রীর কথায়, ‘শুক্রবার আমরা কলেজে ঢুকতে গেলে, কর্তৃপক্ষের তরফে আপত্তি করা হয়। বলা হয়, বোরখা পরে কলেজে ক্লাস করা যাবে না। এর পরেই কলেজের আরও কয়েক জন ছাত্রী সেখানে জড়ো হয়ে, বোরখা নিয়ে আপত্তি তোলে। আমাদের কলেজ থেকে বেরিয়ে যেতে বলা হয়।’
বিক্ষোভরত ছাত্রীদের কথায়, ‘আমরা কলেজের পোশাকের উপর বোরখা পরে এসেছিলাম। কলেজ কর্তৃপক্ষ বেরিয়ে যেতে বলায়, ছাত্রীদের কেউ কেউ কেঁদে ফেলেন। তা দেখে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে, কারণ জানতে চান। পরে, পুলিসকে হস্তক্ষেপ করতে হয়।’
আর পড়ুন Hijab Controversy: হিজাব বিতর্কে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি খারিজ
কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এই পড়ুয়ারা আগে কখনও বোরখা পরে কলেজে আসেননি। হিজাব নিয়ে বিতর্কের মধ্যে তাঁরা বোরখা পরে কলেজে আসেন। অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ দাবি করে, তাদের তরফে কোনও ভাবে বাধা দেওয়া হয়নি। অন্য ছাত্রীরা বোরখায় আপত্তি জানিয়েছেন। বোরখা পরে আসা এই ছাত্রীরা কস্তুরী দেবী কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কলেজের ডিরেক্টর রাজেন্দ্র শর্মা সাংবাদিকদের জানান, তাঁদের কলেজে ইউনিফর্ম রয়েছে। ছাত্রীদের জন্য সালোয়ার ও ছাত্রদের শার্ট-প্যান্ট। তাঁর বক্তব্য, শুক্রবার ৫-১০ জন ছাত্রী বোরখা পরে কলেজে এসেছিলেন। এর আগের দিনও তাঁদের মধ্যে কয়েক জন বোরখা পরেছিলেন। তাঁদের সতর্কও করা হয়েছিল। তার পরেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোরখা পরেই কলেজে আসেন। একই অভিযোগ কলেজের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমিত শর্মার।কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, আমরা হিজাবের বিপক্ষে নই। হিজাব পরে অনেকেই কলেজে ক্লাস করেন। কিন্তু তাঁরা ইউনিফর্মের সঙ্গেই হিজাব পরেন। তাই কর্তৃপক্ষ কখনও আপত্তি করেনি। কিন্তু ইউনিফর্মের পরিবর্তে বোরখা পরে আসাটা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আপত্তি করা হয়েছে।
আর পড়ুন Karnataka Hijab Row: রায়ের আগে স্কুল-কলেজে ধর্মীয় পোশাক নয়, হিজাব বিতর্কে নির্দেশ কর্নাটক হাইকোর্টের
গত ডিসেম্বরে কর্নাটকের উদুপির পিইউ কলেজে হিজাব পরে এসে বাধার মুখে পড়েন ছয় ছাত্রী। তাঁদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলা হয়। বিতর্কের প্রেক্ষিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সমতা বা শৃঙ্খলা নষ্ট হয়, এমন কোনও পোশাক পরে কলেজে আসা যাবে না। এই হিজাব বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।