Sunday, November 9, 2025
Homeলিডজিতলে টাটা-কে ফিরিয়ে আনব: শুভেন্দু
Suvendu Adhikari

জিতলে টাটা-কে ফিরিয়ে আনব: শুভেন্দু

একাধিক বড় ঘোষণা ও তীব্র মন্তব্য করেন শুভেন্দু

বর্ধমান: রবিবার বর্ধমান (Bardhhaman) থেকে তৃণমূলকে (TMC) আক্রমণ করে কেন্দ্রীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক বড় ঘোষণা ও তীব্র মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে রাজ্যে ফিরিয়ে আনা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি তিনি রতন টাটার উল্লেখ করা “গুড M, ব্যাড M” মন্তব্যকে উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে সমালোচনা করেন।

শুভেন্দু দাবি করেন, বিজেপি সরকার আনলে টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হবে। তিনি উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। এক বক্তব্যে তিনি রতন টাটার কথার حوالায় বলেন — “ব্রেকার টিপে বাংলা ছেড়াতে বাধ্য করা হয়েছে; ব্যাড M-কে ছেড়েছি, গুড M-র কাছে যাচ্ছি” — এখানে ব্যাড M বোঝাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং গুড M হিসেবে রতন টাটাকে ও নরেন্দ্র মোদিকে উল্লেখ করেন।

আরও পড়ুন:ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করল সরকার! দেখুন ঠিক কী অভিযোগ

নির্বাচন-সংক্রান্ত উস্কানিমূলক ভাষায় শুভেন্দু তৃণমূল ও তার স্থানীয় কর্মীদের বিরুদ্ধে কড়া সাবধানবাণী দেন এবং তৃণমূলকে ‘চোর, দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দেন।

তিনি সংখ্যা-ভিত্তিক সমস্যার কথাও তুলেছেন—“২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮ লক্ষ কোটি টাকা ঋণ”এগুলির জন্য তিনি তৃণমূলকেই দায়ী করেন এবং পরিবর্তনের আহ্বান জানান।

SIR (স্পেশাল ইকোনমিক এলাকা/পলিসি) নিয়ে শুভেন্দু তৃণমূলকে অভিযুক্ত করেন, বাংলার পরিচয় ও ভোটার-তালিকা নিয়ে অভিযোগ তোলেন, এবং বলেন যে অনুপ্রবেশ বা অবৈধ এন্ট্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু বক্তব্যে আক্রমণাত্মক স্লোগান ও গান-ঘোষের ব্যবহার করেন এবং ভবিষ্যৎ নির্বাচনে (২০২৬) বদলের প্রত্যয় ব্যক্ত করেন। তার ভাষায়, তৃণমূলকে পরাজিত করাই মূল লক্ষ্য—“হারাতে হবে, হারাতে হবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News