কলকাতা টিভি ওয়েব ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ভারতকে শুভেচ্ছা বার্তা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ভারতকে স্বাধীনতা দিসবে শুভেচ্ছাবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
স্বাধীনতার অমৃত উৎসব উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, অনুগ্রহ করে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন। স্বাধীনতার পর থেকে ভারত অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রে সার্বজনীন সাফল্য অর্জন করেছে। একইসঙ্গে এদিন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শুভেচ্ছা জানান।
সোমবার ভারতের স্বাধীনতা দিবস ছাড়াও ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কেরও ৭৫ বর্ষপূর্তি। এদিন শুভেচ্ছা জানিয়ে জো বাইডেন বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অবিচ্ছেদ্য বন্ধু। বাইডেন এদিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়-আমেরিকান সম্প্রদায় আমাদের আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে। এছাড়াও এদিন তিনি ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বার্তাও দেন।
স্বাধীনতা দিবসে ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও। তিনি ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি এবং ভারতের প্রিয় জনগণ, তোমাদের স্বাধীনতা দিবসে অভিনন্দন। আপনারা গত ৭৫ বছরে ভারতের অত্যাশ্চর্য কৃতিত্বগুলিকে গর্বের সঙ্গে উদযাপন করছেন। আগামিদিনে ফ্রান্স সবসময় আপনাদের পাশে রয়েছে।