Sunday, August 3, 2025
Homeদেশইন্ডিয়া হল ১৪০ কোটি মানুষের জোট, বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ইন্ডিয়া হল ১৪০ কোটি মানুষের জোট, বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Follow Us :

মুম্বই: আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের (Alliance) বৈঠকে (Meeting) বলেন, এটা শুধু মাত্র ২৮টি রাজনৈতিক দলের জোট নয়। বরং ১৪০ কোটি জনগণের জোট। স্বাধীন ভারতে মোদি সরকার সব থেকে দুর্নীতিগ্রস্ত (Corruption) সরকার। আমরা আন্তর্জাতিক কাগজে পড়ছি যে ভারত সরকার শুধুমাত্র ১ শতাংশের জন্য কাজ করছে। যারা টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে। ওই সব মানুষেরা নিজেদেরকে ভগবানের উপরে ভাবতে শুরু করেছে। কিছু বড় ফোর্স ইন্ডিয়া জোট ভাঙতে চাইবে। এখানে কেউ কোনও পদের জন্য আসেনি। ভারতকে উন্নয়নের পথে নিয়ে যেতে এসেছে। আমি নিশ্চিত ভারত একত্রিত হবে। যা এই সরকারের পতনের কারণ হবে। 

এদিকে ভোটের আগে পর্যন্ত আমাদের আরও আক্রমণের জন্য তৈরি থাকতে হবে। আরও তল্লাশি অভিযান হবে, ভূরিভূরি গ্রেফতার হবে। কারণ সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির মুখোমুখি হতে হবে আমাদের। শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে শরিক দলগুলিকে এই বলে সতর্ক করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের পায়ের তলায় মাটি যত শক্ত হচ্ছে, ততই বিজেপি সরকার এজেন্সিগুলিকে আমাদের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করবে।

আরও পড়ুন: একনায়কতন্ত্রের অবসান ঘটাতেই হবে, মন্তব্য খাড়্গের 

অন্যদিকে আমরা দেশের ভালোর জন্য লড়াই করছি। মুম্বইয়ে জোটের বৈঠকের আগে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মহাজোটের মহাবৈঠকে যোগ দিতে গ্র্যান্ড হায়াত হোটেলে একে একে জড়ো হন নেতানেত্রীরা। উল্লেখ্য, বহু জল্পনায় জল ঢেলে দিয়ে এদিন প্রতীক প্রকাশ হচ্ছে না বলে শেষ মুহূর্তে জানা গিয়েছে। শিবসেনার রাজ্যসভা সদস্য সঞ্জয় রাউত নিশ্চিত করে বলেন, জোটের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লোগো। আমাদের আলোচনায় এ বিষয়ে কথা হয়েছে। তবে আজই তা প্রকাশ করা হচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39