নাগপুর: ইনিংসের শেষের দিকে মহম্মদ শামির (Mohammad Shami) ঝোড়ো ব্যাটিং আর অক্ষর প্যাটেলের (Axar Patel) জমাটি ব্যাটিং ভারতকে তুলে দিল ৪০০ রানের ঘরে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে ২২৩ রানের লিড দিল ভারত। যখন অক্ষর প্যাটেলের সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা তখনই অজি অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ডেলিভারি উইকেট ছিটকে দিল। অক্ষর প্যাটেল থামলেন ৮৪ রানে।
তবে ইনিংসের শুরুটা খুব ভালো হয়নি, কিন্তু রোহিত শর্মার (১২০ রান) ক্যাপ্টেন্স ইনিংস টিম ইন্ডিয়াকে (Team India) এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা রানের গতিকে স্লথ করে দিয়েছিল। রবীন্দ্র জাদেজার (৭০ রান) কামব্যাক ইনিংসের প্রশংসা অবশ্যই করতে হবে। তবে জাদেজা আউট হওয়ার পরে অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল ভারতীয় ইনিংসকে দ্রুত শেষ করার। কিন্তু শামির দৌলতে সেটা হল না। অক্ষরের সঙ্গে ৫২ রানের জুটি বাঁধেন শামি। তার মধ্যে তিনি নিজেই করেন ৩৭ রান।
আরও পড়ুন: West Indies vs Zimbabwe: নয়া মাইলফলকের অধিকারী দুই উইন্ডিজ ওপেনার
অন্য দিকে খুব ভাল ব্যাট করছিলেন অক্ষর। শামি যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ ধীরে খেলছিলেন তিনি। কিন্তু শামি আউট হওয়ার পরে রানের গতি বাড়ান তিনি। তবে ১৩৯.৩ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১০টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল অক্ষর পাটেলের ইনিংস। আর ১৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।
আর অস্ট্রেলিয়ার সফলতম বোলার হন টড মার্ফি। ১২৪ রানে ৭টি উইকেট নেন তিনি। কামিন্স ২টি ও লিয়ঁ ১টি উইকেট দখল করেন। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়।
Lunch on Day 3 of the 1st Test.#TeamIndia all out for 400. Lead by 223 runs.
Rohit Sharma (120)
Axar Patel (84)
Ravindra Jadeja (70)Scorecard – https://t.co/edMqDi4dkU #INDvAUS @mastercardindia pic.twitter.com/iUvZhUrGL1
— BCCI (@BCCI) February 11, 2023