Sunday, August 3, 2025
HomeখেলাKolkata TV Exclusive Bishan Singh Bedi: 'অবিশ্বাস্য ব্রিসবেন'-এর ২ বছর পূর্তি, Unplugged...

Kolkata TV Exclusive Bishan Singh Bedi: ‘অবিশ্বাস্য ব্রিসবেন’-এর ২ বছর পূর্তি, Unplugged বিষেণ সিং বেদি

Follow Us :

‘অবিশ্বাস্য ব্রিসবেন’-এর দু’বছর পূর্তি। ২০২১ সালের এই দিনেই গাব্বার পড়ন্ত বিকেলে ইতিহাস গড়েছিলেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)-ঋষভ পন্থরা (Rishabh Pant)।একইসঙ্গে ‘অ্যাডিলেডে ৩৬ অল আউট’-এর পর অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। উল্লেখ্য, এর আগে ব্রিসবেনে বরাবরই ‘হট ফেভারিট’ ছিল অস্ট্রেলিয়া (Australia)। গত ৩২ বছরে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে কোনও প্রতিপক্ষই হারাতে পারেনি। সেই অসাধ্য সাধন করেছিল সেদিনের ভারতীয় জার্সিধারী  ‘ঐ এগারো’। ভারতীয় ক্রিকেটে ইতিহাসের সেরা পাঁচটি টেস্ট জয়ের মধ্যে অবশ্যই থাকবে ‘ব্রিসবেন জয়’। ভারতের এই ঐতিহাসিক টেস্ট জয়ের দু’বছর পূর্তিতে কলকাতা টিভি-র প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে একান্ত আলাপচারিতায় আবেগপ্রবণ কিংবদন্তি ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদি (Bishan Singh Bedi)…

 

জয়জ্যোতি: ‘অবিশ্বাস্য ব্রিসবেন’-এর আজ ২ বছর পূর্তি। দু’বছর আগে ঠিক এই দিনে ভারতের ব্রিসবেন জয়ের পর আপনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলেন…

 

বেদি: উত্তেজিত হব এটাই তো স্বাভাবিক। একবার এই সিরিজের শুরুটা চিন্তা করুন। অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে যায় ভারত। সেখান থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় এক কথায় অবিশ্বাস্য। গাব্বার সেই পড়ন্ত বিকেল বারবার ফিরে আসুক ভারতীয় ক্রিকেটে। আমি শুধু সেদিন নয়, আজও একই রকম উত্তেজিত।

 

জয়জ্যোতি: কীভাবে ব্যাখ্যা করবেন ব্রিসবেনে ভারতের এই সিরিজ জয়কে?

 

বেদি: অবশ্যই ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই অনন্য নজিরের জন্য সেদিনের পুরো ভারতীয় দলকেই কুর্নিশ জানাতে হবে।অজিঙ্কে রাহানের দূরন্ত অধিনায়কত্ব সহ প্রতিটি ভারতীয় ক্রিকেটারের অবদান। অতীতের পরিসংখ্যান ভুলে ব্যাগি-গ্রিনদের বিরুদ্ধে যে স্পর্ধা দেখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা তাতে সূচনা হয়েছিল এক নতুন যুগের। যে যুগ বার্তা দেয়-অসম্ভব বলে কিছু নেই। এটা ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় যেখানে দল ‘৩৬-এ অল আউট’ হয়ে গেলেও সিরিজ জেতার ক্ষমতা রাখে।

 

জয়জ্যোতি: এখন জাতীয় দলে ব্রাত্য হলেও সেদিনের অধিনায়ক রাহানেকে হয়ত ভারতীয় ক্রিকেট মনে রাখবে কোহলির অনুপস্থিতিতে এই বিশেষ সিরিজ জয়ের জন্য…

 

বেদি: অবশ্যই…সেদিনের অধিনায়ক রাহানের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যে হিমশীতল এবং নির্ভিক মানসিকতা ও দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা এককথায় অনবদ্য। তাঁর গেমপ্ল্যান এবং গেমরিডিং-এর যে ক্ষমতা রয়েছে তার প্রশংসা করতেই হবে। এখন ভারতীয় দলে ব্রাত্য থাকলেও আমি আশাবাদী আরও শক্তিশালী হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন রাহানে।

 

জয়জ্যোতি: অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে জয় পায় ভারত, এরপর সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেনে আবারও রুদ্ধশ্বাস জয় পায় টিম ইন্ডিয়া…

 

বেদি: যখন কেউ প্রত্যাশা রাখেনি ভারতের ওপর, তখনই দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে রাহানে-শার্দুল-গিলরা। চোট সমস্যা এতটাই ছিল যে আমিও খুব বেশি আশা রাখিনি। কিন্তু যে লড়াইটা দেখিয়েছে টিম ইন্ডিয়া তা মনে রাখবে ক্রিকেট বিশ্ব।

 

জয়জ্যোতি: অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক সিরিজ জয় প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কিছু বলতে চাইবেন?

 

বেদি: যদি নিকট ভবিষ্যতে ভারতীয় দল প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারে তাহলেও পাশে থাকবেন আপনারা। ক্রিকেটে হার-জিত আছেই। ক্রিকেট আমাদের কাছে যেভাবে ধরা দেবে, সেটাকে সেভাবেই গ্রহণ করা উচিত।

 

জয়জ্যোতি: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু আরও একটি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্তমান ভারতীয় দলকে নিয়ে আপনার প্রত্যাশা…

 

বেদি: ভারতীয় দল বেশ ভালো। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলও শক্তিশালী। তবে কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চোটগ্রস্ত। গত ১৯ বছরে ভারতে এসে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আশা রাখব, এবারও সেই ধারাটাই বজায় থাকবে।

RELATED ARTICLES

Most Popular