নয়া দিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line Of Actual Control) বরাবর আকাশপথে টহলদারি বাড়িয়ে দিল ভারতীয় বাযুসেনা (Indian AirForce। সূত্রের খবর, চীনের বিমান বাহিনীর সক্রিয়তা সম্প্রতি (Recent) বেড়ে গিয়েছে। তার পাল্টা হিসেবেই ভারতের ফাইটার জেট (Fighter Jet) গত কয়েক সপ্তাহ ধরে আকাশপথে দিনে দুতিনবার করে চক্কর কাটছে।
সেনা সূত্রের খবর, অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা (China) জেট উড়তে দেখা গিয়েছে গত কদিন ধরে। ৯ ডিসেম্বর তাওয়াংয়ে (Tawang) দুই দেশের (Country) সেনা সংঘর্ষের পরই আকাশপথে চীনের জেট বিমান ঘোরাফেরা করতে দেখা যায়। উত্তরবঙ্গে ভারতীয় বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে, তাদেরও সতর্ক করা হয়েছে। আকাশেই তেল ভরে নেওয়া যায়, এমন অত্যাধুনিক যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন।
আরও পড়ুন: Trade Deficit: ম্যানুফ্যাকচারিং শিল্পে চীন অনেক এগিয়ে, কোথায় গেল মোদির মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন
তাওয়াংয়ের ঘটনা নিয়ে গত দুদিন ধরে সংসদ উত্তাল হয়েছে। বিরোধীরা (Oppostion) ওই ঘটনা নিয়ে সংসদে (Parliament) আলোচনা চেয়েছিলেন। কিন্তু সরকার (Government) আলোচনায় রাজি না হওয়ায় বিরোধীরা বুধবারও ওয়াকআউট করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সংসদে জানান, গত সপ্তাহে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি হয়। চীনের পিএলএ বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলে আসায় ভারতীয় জওয়ানরা তাদের ফেরত পাঠিয়ে দেন। জমি দখলেও বাধা দেওয়া হয়। তিনি জানান, দুই পক্ষের কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রীর আরও দাবি, সেনা কর্তৃপক্ষের সময়োচিত হস্তক্ষেপে চীনের সেনা বাহিনী নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয়। দুই দেশের সেনাকর্তাদের বৈঠকে ভারতের পক্ষে চীনের বাহিনীকে সংযত থাকার বার্তা দেওয়া হয়। তিনি জানান, কূটনৈতিক স্তরেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।