ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আরও নামিয়ে আনল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। মঙ্গলবার তারা জানাল, বর্তমান অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৬.৮ শতাংশ হবে। আইএমএফ গত জুলাইয়ের পূর্বাভাসে জানিয়েছিল, ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৭.৪ শতাংশ।
আরও পড়ুন: pregnant woman tortured in karnataka টাকা শোধ না দেওয়ায় কর্ণাটকে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর
২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার যে ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে, তাতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৮ল শতাংশ। যা জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় ০.৬ শতাংশ কম। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক আর্থিক বৃদ্ধির হার ২০২১ সালে ছিল ৬.০ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৩.২ শতাংশে। ২০২৩ সালে তাঁ দাঁড়াবে ২.৭ শতাংশে। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত এটাই আর্খিক বৃদ্ধির সর্বনিম্ন গতি। আইএমএফে্র রিসার্চ ডাইরেক্টর এবং ইকনমিক কাউন্সেলর পিয়ের অলিভার গুরিঞ্চাস বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ, চীনের জীবনযাত্রার সংকট এই পরিস্থিতির জন্য দায়ী।
বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের অর্থনীতির অধোগতির কারণেই এই পরিস্থিতি। ২০২৩ সালে অবস্থার আরও অবনতি ঘটবে। ২০২১ অর্থবর্ষে চীনের আর্থিক বৃদ্ধি ছিল ৮.১ শতাংশ। চলতি বর্ষে তা কমে দাঁড়াবে ৩.২ শতাংশে।