Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানে বড় হামলা ইজরায়েলের ধ্বংস ৬ সেনা ঘাঁটি-১৫ ফাইটার জেট

ইরানে বড় হামলা ইজরায়েলের ধ্বংস ৬ সেনা ঘাঁটি-১৫ ফাইটার জেট

ওয়েব ডেস্ক: আমেরিকার হামলার পর ইজরায়েলে প্রত্যাঘাত ইরানের। ইরান-ইজরায়েল সংঘাত (Iran Israel Conflict) আরও বাড়ল। ইরানের ছয়টি এয়ারপোর্টে (Israel Destroyed 6 Military Airport Iran) রবিবার রাতে হামলা করল ইজরায়েল। সোমবার ভোরে এই খবর জানিয়েছে ওই দেশের প্রতিরক্ষা বাহিনী। ইজরায়েলে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার ইরানের ৬টি সেনা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভেঙে ফেলা হয়েছে ইরানের এয়ারপোর্টগুলি। সেই সঙ্গে ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি পোস্টে, খামেনেই লিখেছেন, ‘জায়োনিস্ট শত্রুরা বড় ভুল করেছে। অনেক বড় অপরাধ করেছে। এর জন্য শাস্তি দেওয়া হবেই।’

আমেরিকার হামলার পর ইজরায়েলে প্রত্যাঘাত হানে ইরান। তেল আভিভ, হাইফায় প্রায় ২৫টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। জেরুজালেমেও শোনা গেল বিস্ফোরণের শব্দ। ইজরায়েলের দাবি, ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইজরায়েলের এয়ারস্পেস। এদিকে, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তাদের সেনাবাহিনী ছ’টি ইরানি সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং ১৫টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। আইডিএস দাবি করেছে, যে তাদের সেনাবাহিনী ধ্বংস করা জেটগুলি ইজরায়েলি ভূখণ্ডে এই ফাইটার জেটগুলি নিয়েই হামলার ছক কষেছিল ইরান, তাই এই অপারেশন বলে জানিয়েছে ইজরায়েল। আইডিএফ জানিয়েছে যে ধ্বংস হওয়া জেটগুলির মধ্যে ইরানি সামরিক বাহিনীর F-14, F-5 এবং AH-1 বিমান রয়েছে। তাদের হামলায় এই সামরিক বিমানবন্দর এবং ভূগর্ভস্থ অ্যাপার্টমেন্টগুলির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধ হলে গোটা বিশ্বেই নেমে আসবে সঙ্কট! কী করবে ভারত?

প্রসঙ্গত রবিবারই ইরানের তিনটি পরমাণু পরিকাঠামোয় হামলা চালিয়েছিল আমেরিকাও। ইরানের বিরুদ্ধে আমেরিকার করা সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’। ইরান মাথা না ঝোঁকালে আরও বড় মাপের হামলা করার জন্য হুমকি দিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অভিযোগ, আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আপৎকালীন ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ইরান। আমেরিকার হামলার পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া, ইউকে-র মতো দেশগুলি। অন্যদিকে রাশিয়া, তুরস্ক, চিন ইরানে মার্কিন হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News