Thursday, October 23, 2025
Homeশনির সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, কদিন চলবে এই বৃষ্টি

শনির সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, কদিন চলবে এই বৃষ্টি

ওয়েব ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে রাজ্যের সব জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোনও কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে এবছর বর্ষা অনেকটা পরে প্রবেশ করলেও টানা বৃষ্টি হয়েছে দক্ষিণের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাসনুযায়ী, শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঝিরঝিরে বৃষ্টি। মেঘলা আকাশ। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: শনিবার থেকে ভিজবে বাংলা, কবে থামবে বৃষ্টি ?

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঝড়বৃষ্টিরও সম্ভাবনা জারি।

বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে কারণেই এই কদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেখুন খবর

Read More

Latest News