Friday, August 15, 2025
HomeদেশBBC – IT Raids: দিল্লি ও মুম্বইতে বিবিসির অফিসে সমীক্ষা চালানোর নামে...

BBC – IT Raids: দিল্লি ও মুম্বইতে বিবিসির অফিসে সমীক্ষা চালানোর নামে আয়কর হানা

Follow Us :

নয়াদিল্লি: মঙ্গলবার দুপুরে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (British Broadcasting Corporation – BBC)-এর দিল্লি এবং মুম্বইয়ের কার্যালয়ে আচমকা আয়কর (Income Tax – IT) দফতরের হানা। এই হানাকে প্রাথমিক অবস্থায় সমীক্ষা (Survey) হিসেবে দেখানোর চেষ্টা করেছে আয়কর দফতর। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আয়কর দফতরের বক্তব্য হল, দিল্লি ও মুম্বইতে বিবিসি’র অফিসে (BBC Offices at Delhi and Mumbai) সার্ভে করতে এসেছে। কর ফাঁকি (Tax Evasions) সংক্রান্ত বিষয়ে এই তদন্ত অনুসন্ধান চালাতে এসেছে আয়কর দফতরের টিম। জানা গিয়েছে, বিবিসির অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোন (Mobile Phones) বাজেয়াপ্ত করে নেয় আয়কর দফতরের টিম। তাপরই তাঁদের বাড়ি চলে যেতে বলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। যতক্ষণ না হানা শেষ হচ্ছে, ততক্ষণ কেউ যেন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য না রাখেন, এই নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পডুন: India Extreme Weather: ভারতের বিনাশকাল কি আসন্ন? প্রবল গরম, খরা, অতিবৃষ্টি, বন্যা আসতে চলেছে? 

সম্প্রতি ২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন (India: The Modi Question)’ নামে দুই পর্বের একটি তথ্যচিত্র সিরিজ (Documentary Series) দেখিয়েছে বিবিসি। যা নিয়ে বিতর্ক হয়েছে, গোটা বিশ্ব তোলপাড় হয়েছে। কেন্দ্র সরকার তরফে ওই ডকুমেন্টারির সমালোচনাও করা হয়। শুধু এখানেই থেমে থাকা নয়, গত ২০ জানুয়ারি বিবিসির ওই তথ্যচিত্রের বিভিন্ন ভিডিও ক্লিপ (Video Clips) সোশ্যাল মিডিয়ায় ব্লক (Block on Social Medias) করারও নির্দেশ দিয়েছিল কেন্দ্র। বিবিসির সম্প্রচার বন্ধের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র (Central Govt), তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই ঘটনার একমাসও হয়নি, তারই মাঝে একই দিনে ভারতে বিবিসির দুই মূল কার্যালয়ে আইটি হানা ঘটল। স্বভাবতই সমালোচক ও বিরোধী মহলের বক্তব্য, কেন্দ্রের নিশানায় এবার জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম (Popular British Media)।  

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাতে যে দাঙ্গা হয়েছিল, তা বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad – VHP) আগে থেকে পরিকল্পনা করেছিল। তথ্যচিত্রতে বিবিসি যে রিপোর্ট তুলে ধরেছে, তাতে স্পষ্ট বলা আছে, ‘২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে আগুন ধরানোর যে ঘটনা ঘটেছিল, তা যদি না হত, তাহলে অন্য কোনও ঘটনা ঘটত। ‘যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় গুজরাতে নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেও, সেই কলঙ্কিত অধ্যায় এখনও তাঁর পিছু ছাড়েনি। এদিকে, ২০২৪ সালে লোকসভা নির্বাচন (General Election 2024) রয়েছে। তার আগে মোদি সরকার যখন সবকিছু ভালো ভালো দেখানোর চেষ্টা করছে, সেই সময় বিবিসির তথ্যচিত্রের মাধ্যমে এই সমস্ত তথ্য বিশ্ববাসীর সামনে চলে এসেছে। 

প্রসঙ্গত, মোদি জমানায় কোনও সংবাদ মাধ্যমকে পরিকল্পিতভাবে হেনস্তা (Planned Harassment) করার ঘটনা এই প্রথম নয়। একাধিক সংবাদ মাধ্যমকে পরিকল্পিতভাবে চুপ করানোর চেষ্টা চালানো হয়েছে এভাবেই। কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করায় কলকাতা টিভি (Kolkata TV)-র অফিসেও আয়কর হানা হয়েছিল। পরবর্তীকালে কলকাতা টিভির চেয়ারম্যানকেও হেনস্তা করার চেষ্টা চালানো হয় তাঁর বাড়িতে ইডি হানা (ED Raid) চালিয়ে।

আরও পডুন: 2019 Pulwama Attack: পুলওয়ামা হামলার চতুর্থ স্মরণ দিবস, পালন দেশ জুড়ে

এদিকে, বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে প্রাথমিক অবস্থায় ওই হানাকে সমীক্ষা বলে চালানোর চেষ্টা করলেও, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes)-এর এক আধিকারিক বক্তব্য রাখেন, বিবিসির দফতের আয়কর দফতরের টিম ছুটে আসা কোনও সমীক্ষা নয়, আবার কোনও হানাও নয়। 

তাহলে কী কারণে এই আয়কর সমীক্ষা বা হানা?এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বিবিসির ব্যবসায়িক পরিচালনা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে এসেছে আয়কর দফতরের দল। অসঙ্গতির অভিযোগে ভারতের অবস্থিত এই কার্যালয় দুটিতে আয়কর হানা হয়েছে। 

বিবিসির কার্যালয়ে আয়কর দফতেরর এই হানাকে কংগ্রেসের পক্ষ থেকে অঘোষিত জরুরি অবস্থা (Undeclared Emergency) বলে বর্ণনা করা হয়েছে। কংগ্রেসের টুইট – 
প্রথমে বিবিসির ডকুমেন্টারি এল, তাকে ব্যান করা হল। এবার বিবিসিতে হানা দিল। অঘোষিত জরুরি অবস্থা।

তৃমমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটে আদানি প্রসঙ্গ টেনে এই আয়কর হানার বিষয়ে কেন্দ্রের সমালোচনা করে বলেছেন – বিবিসির দিল্লি অফিসে আয়কর হানার খবর। বাহ, সত্যিই? কী অপ্রত্যাশিত। ওদিকে সেবি অফিসে আদানি যখন চেয়ারম্যানের সঙ্গে গল্প করতে আসেন, তখন খাওয়ানো হয়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Uttar Pradesh | হিন্দু-ইসলাম নিয়ে ইউপি বিধানসভায় এই বিধায়কের ভাষণে তুলকালাম কাণ্ড, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | সুপ্রিম নজরে SIR
00:00
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
00:00
Video thumbnail
Uttar Pradesh | BJP | উত্তরপ্রদেশের উপনির্বাচনে লজ্জাজনক হার বিজেপির, দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
00:00
Video thumbnail
Supreme Court | ফের সুপ্রিম ধাক্কা নির্বাচন কমিশনের, কী হল? জেনে নিন বড় আপডেট
00:00
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | পাকিস্তান বাড়াবাড়ি করলেই ফের অপারেশন সিঁদুর মনে করিয়ে দিল ভারত
05:06
Video thumbnail
Stadium Bulletin | এশিয়া কাপে কি ফেরানো হচ্ছে না শুভমানকে?
15:21
Video thumbnail
Kolkata TV | কলকাতা টিভি এবার OTT এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও
00:16
Video thumbnail
RG Kar Incident | রাত দখলের ১ বছর আজকের কী ছবি? দেখুন নেতাজিনগর থেকে সরাসরি
06:05