skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাযাদবপুরে শিক্ষাবিদের নেতৃত্বে তৃতীয় কমিটি গঠনের নির্দেশ রাজ্যপালের

যাদবপুরে শিক্ষাবিদের নেতৃত্বে তৃতীয় কমিটি গঠনের নির্দেশ রাজ্যপালের

Follow Us :

কলকাতা:  শিক্ষাবিদের নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ রাজ্যপালের। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) জরুরি বৈঠক ডাকেন। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন। ব়্যাগিং রুখতে যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ রাজ্যপালের। পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেও কড়া নজরদারি রাখার কথাও কর্তৃপক্ষকে বলেন বোস।

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। এই ঘটনা যাতে বিশ্ববিদ্যালয়ে যাতে আর না ঘটে তার জন্য কড়া মনোভাব নব নিযুক্ত উপাচার্যের। এ নিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়েও এদিনের জরুরি বৈঠকে কথা হয়। রাজ্যপাল আরও প্রশ্ন করেন, কেন ইউজিসি গাইডলাইন মানা হয়নি। তিনি আরও বলেন, ইউজিসির নির্দেশিকা মেনে ব্যবস্থা নিন। সেটা মানা হচ্ছে কিনা দেখুন, না হলে দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করুন। জবাবে উপাচার্য জানান, এখন আলাদা করে দেওয়া হয়েছে হস্টেল। তৃতীয় তদন্ত কমিটি গড়ার নির্দেশ উপাচার্যকে। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি যা তদন্ত করছে সেটা করুক। এছাড়াও বাইরের থেকে এক্স এডুকেশনিস্ট বা প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সব থানার সিসি টিভি যেন ঠিক থাকে, ডিজিকে নির্দেশ হাইকোর্টের 

বৈঠকে উপাচার্য জানান, কর্তৃপক্ষ কোনও চাপের কাছে মাথা নত না করে তার জন্য কড়া মনোভাব নিতে হবে। র‌্যাগিং রুখতে যা যা করণীয় তাই করবেন। বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক বসানো যায় কি না, তা নিয়েও উপাচার্যকে দেখতে বলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেসান  (আরএফআইডি) বসানোর কথা রাজ্যপালকে বললেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম চালু কার্যকর করতে কতএকমাস সময় লাগবে। রাজ্যপালকে জানান উপাচার্য।

এই প্রথম নয় এর আগেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে বসে ছিলেন রাজ্যপাল। ওই দিন যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে একটি র‌্যাগিং-বিরোধী কমিটি তৈরি করার কথা বলেন। র‌্যাগিং আটকাতে ওই কমিটি নীতি নির্ধারণ করবে। বুধবার বিশ্ববিদ্যালয়গুলিতে ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই এদিন লালবাজারের তরফে অ্যান্টি র‌্যাগিং হেল্পলাইন নম্বর লেখা পোস্টার লাগানো হয়েছে যাদবপুর মেন হোস্টেলের বাইরে।

RELATED ARTICLES

Most Popular