মুম্বই: হাতে মাত্র আর কয়েক ঘণ্টা বাকি। মুক্তি পেতে চলেছে বছরের অন্যতম সুপারহাইপড ছবি ‘জওয়ান’ (Jawan)। ইতিমধ্যেই গোটা দেশের (India) পাশাপাশি জওয়ান নিয়ে উত্তেজনায় পারদ চড়ছে বিশ্বেও (World)। এছাড়াও এই ছবিতে একসঙ্গে রয়েছেন একগুচ্ছ সুপারস্টার। অর্থাৎ বলাই যায়, হাই বাজেটের এই মাল্টি স্টারকাস্ট ছবি। রয়েছেন বলিউড সুন্দরী দীপিকা থেকে শুরু করে দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা। বলিউড বাদশা শাহরুখ তো রয়েছেনই, সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতির মতো তাবড় তাবড় অভিনেতাদের।
কিন্তু ছবিতে অভিনয় করতে কত পারিশ্রমিক নিয়েছেন বিজয়,শাহরুখ, দীপিকা এবং নয়নতারা? চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য।
আরও পড়ুন: শুরু বিয়ের কাউন্টডাউন, পরিনীতি-রাঘবের বিয়ের আসর কোথায় বসছে, জানেন?
- জওয়ানে অভিনয়ের জন্য শাহরুখ খান নিয়েছেন ১০০ কোটি টাকা। শুধু তাই নয়, ‘লাইফস্টাইল এশিয়া’র তথ্য অনুসারে, ছবির মোট আয়ের ৬০ শতাংশ নেবেন বাদশা।
- এদিকে বিজয় সেতুপতি দাবি করেছেন প্রায় ২১ কোটি টাকা।
দীপিকা না নয়নতারা, কে এগিয়ে?
- জওয়ানের ট্রেলারে অন্যতম সারপ্রাইজ এলিমেন্ট দীপিকা পাডুকোন। পাঠানের পর ফের একবার বাদশা এবং দীপিকাকে এক ছবিতে দেখা যাবে। এদিকে এই ছবিতে দীপিকা নাকি নিয়েছেন প্রায় ৩০ কোটির মতো।
- জওয়ানে নয়নাতারা পেয়েছেন নাকি ১০ কোটি টাকা। আর এই ছবির মাধ্যমেই তিনি হিন্দি সিনেমায় পা রাখছেন।
- এছাড়াও চেন্নাই এক্সপ্রেসের পর এই ছবিতেও দেখা যাবে প্রিয়ামণিকে। রিপোর্ট অনুযায়ী, তিনি ছবির জন্য দু’ই কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি।
ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিংয়ে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে জওয়ান ছবিটি। জানা গিয়েছে, রাত ২টো ১৫ মিনিটেও শো টাইম রয়েছে জওয়ানের। শুধু তাই নয়, ভোর ৫টা থেকে ৭টাতেও রয়েছে শো টাইম।