কলকাতা: ভবনী ভবনে যাচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি। কয়লা পাচার কাণ্ডে সিআইডি শুক্রবার তলব করেছিল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। তবে এদিন হাজিরা এড়ালেন তিনি। বৃহস্পতিবার রাতেই সিআইডির কাছে একটি মেল দিয়ে তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। তবে এর প্রেক্ষিতে সিআইডির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে তিনি জানান, আড়াই বছরের পুরনো ঘটনায় হঠাৎ তাঁকে কেন তলব করা হয়েছে। এছাড়া যে এলাকার ঘটনা তার অণ্ডালের মধ্যে পড়ে না। পাশাপাশি এটি রাণীগঞ্জের দুটি পৃথক এলাকার ঘটনা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয়েছে জিতেন্দ্রকে। নোটিসের কথা স্বীকার করেছেন আসানসোলের বিজেপি নেতা।তবে জিতেন্দ্র ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।
আরও পড়ুন: BJP Nabanna Abhiyan: চুল, গোঁফ কেটে আত্মগোপন, নবান্ন অভিযানের হাঙ্গামায় গ্রেফতার আরও ৩
কিছুদিন আগে কয়লা পাচার কাণ্ডে একাধিক পুলিশ কর্মীকে তলব করা হয় ভবানী ভবনে। আসানসোলের খনি অঞ্চলের তিনটি থানার একাধিক ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরকে তলব করে সিআইডি। এবার বিজেপি নেতা জিতেন্দ্রকে তলব যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আজ তিনি সিআইডি দফতরে হাজিরা দেয় কি না, এখন সেটাই দেখার।