কলকাতা : অবশেষে অপেক্ষার অবসান। মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষের ঘোষণা মতই আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো। অনেক অপেক্ষার পর এবার বেহালা (Behala) অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি বাস্তবিকই সুখবর। ১৭ ডিসেম্বর উদ্বোধনের পর কমবেশি দুই-একদিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মেট্রো পরিষেবা। এদিকে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়ালি ওই মেট্রো রেল প্রকল্পের উদ্ভোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যে বেশ কয়েক দফায় শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিয়েছেন মেট্রো রেলের পদস্থ আধিকারিকরা। পরিকাঠামোগত (Infrastructure) সব কাজ শেষ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগেই কলকাতা বন্দরের (Kolkata Port) মাধ্যমে এসেছিল মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় দরজা। সেগুলি বসানোর কাজও শেষ। পুরোপুরি মেট্রো চলাচল শুরু হত বড়জোর কয়েকদিন সময় লাগতে পারে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
এর আগেই মেট্রো রেল সূত্রে জানানো হয়েছিল, যাবতীয় কাজ ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। জোকা-তারাতলা (Joka-Taratala) রুটে মোট ৬টি স্টেশন থাকছে। আগেই এই রুটে সম্ভাব্য ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল মেট্রো রেলের তরফে।
ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটের কাজও প্রায় শেষের পথে। তবে এই রুটের জন্য নিরাপত্তা (Security) সংক্রান্ত ছাড়পত্র এখনও পাওয়া যায়নি। সব কিছু ঠিক ভাবে চললে নতুন বছরের শুরুতেই গড়াতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রোর চাকা। অবশ্য মেট্রোর তরফে অমিত শাহের উদ্বোধনের কথা বলা হলেও রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে কর্মসূচি এসেছে তাতে কোথাও মেট্রো উদ্বোধনের প্রসঙ্গের উন্নেখ নেই।
গত ১৫ সেপ্টেম্বর প্রথম বার জোকা ও তারাতলার মধ্যে সাড়ে ছ’কিলোমিটার দীর্ঘ মেট্রোপথে মহড়া দৌড় হয়েছিল। তারপর থেকে নানা দফায় চলেছে প্রস্তুতি। তবে ওই লাইনে আপাতত একটি করেই ট্রেন চলবে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।