Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপোস্টিং বিতর্ক, হাইকোর্টের দ্বারস্থ আরজিকর আন্দোলনের ডাক্তাররা

পোস্টিং বিতর্ক, হাইকোর্টের দ্বারস্থ আরজিকর আন্দোলনের ডাক্তাররা

কলকাতা: পোস্টিং নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রতিহিংসা কারণেই আরজি কর আন্দোলনের (RG Kar Case Doctors Posting) অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার (Debasish Halder), আশফাকুল্লা নাইয়াদের বদলি করা হয়েছে। তাঁদের দাবি, নিয়ম মেনে কাউন্সেলিংয়ের পরেও তাঁদের পছন্দের জায়গায় ‘পোস্টিং’ দেওয়া হয়নি। শুক্রবার পোস্টিং নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ওই দুই চিকিৎসক।

আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসকদের দূরবর্তী স্থানে পোস্টিং করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে অভিযোগ তুলে আগেই সরব হয়েছে চিকিৎসক সংগঠনগুলি। বদলির নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই দুই চিকিৎসক। জানা গিয়েছে, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, কাউন্সেলিংয়ে যেখানে পোস্টিং দেওয়া হয়েছিল, সেখানেই পোস্টিংয়ের দাবি জানিয়েছেন তাঁর মক্কেলরা। অন্য কোথাও নয়। অভিযোগ, নিয়ম মেনে কাউন্সেলিংয়ের পরেও তাঁরা পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি। আইনজীবী আবেদনে জানিয়েছেন, চিকিৎসকরা হেলথ ডিপার্টমেন্টের আওতায় হলেও তাঁরা সিনিয়র রেসিডেন্ট ডক্টর। রাজ্যের সঙ্গে তাঁদের চাকরির চুক্তি রয়েছে। চিকিৎসকদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী ৫ জুলাই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: চাকরিহারাদের প্রিজন ভ‍্যানে তুলল পুলিশ, তারপর কী অবস্থা দেখুন

সূত্রের খবর, কাউন্সেলিংয়ে আসফাকুল্লা নাইয়ার আরামবাগে পোস্টিং হওয়ার কথা ছিল। দেবাশিস হালদারের পোস্টি হওয়ার কথা ছিল হাওড়া জেলা হাসপাতালে। মেধাতালিকা বেরনোর পর দেখা যায়, দেবাশিসের পোস্টিং হয়েছে মালদার গাজোলে। আসফাকুল্লাকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়। চিকিৎসকদের অভিযোগ, আরজিকরে অপরাধীদের আড়াল করার জন্যই এইভাবে নিয়ম না মেনে অন্যায় ভাবে দূরবর্তী স্থানে পোস্টিং করা হয়েছে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News