Sunday, August 3, 2025
HomeদেশKarnataka Bus Accident: কর্নাটকে বেপরোয়া বাস উলটে ঘটনাস্থলেই মৃত ৮, জখম ৩০

Karnataka Bus Accident: কর্নাটকে বেপরোয়া বাস উলটে ঘটনাস্থলেই মৃত ৮, জখম ৩০

Follow Us :

তুমকুর: কর্নাটকের তুমকুরে (Karnataka Bus Accident) বড়সড় বাস দুর্ঘটনা (Bus Accident Tumkur )। ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সাধীন অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে, বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুমকুর পুলিস সূত্রে খবর, শনিবার সকালে ৫০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি ওয়াই এন হোসকোট থেকে তুমকুরের পাওয়াগড়ায় আসছিল। পাওয়াগড়ায় অদূরে মল্লকাট্টে এলাকায় বাসটি আচমকা পালটি খেলে ঘটনাস্থলেই আট জন মারা যান। জখম হন আরও ৩০ জন। পুলিসের দাবি, আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্ত শেষে পুলিসের অনুমান, বেলাগাম গতিই বাস দুর্ঘটনার কারণ। চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাসটি পালটি খেয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন Goa Sex Racket: গোয়ায় মধুচক্রের পর্দা ফাঁস,…

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39