Sunday, August 17, 2025
Homeজেলার খবরKurmi Agitation | Kharagpur | কুড়মি আন্দোলনের জেরে প্রায় স্তব্ধ হয়ে পড়েছে...

Kurmi Agitation | Kharagpur | কুড়মি আন্দোলনের জেরে প্রায় স্তব্ধ হয়ে পড়েছে খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচল

Follow Us :

খড়্গপুর: শনিবার চারদিনে পড়ল কুড়মিদের অবরোধ আন্দোলন (Kurmi Agitation )। কুড়মি আন্দোলনের জেরে প্রায় স্তব্ধ হয়ে পড়েছে খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচল। খড়্গপুর ডিভিশনে (Kharagpur Division) ২৩৮ টি ট্রেন পরিষেবা ব্যাহত একই সঙ্গে অবরোধ চলছে সড়ক পথেও। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এই অবস্থায় আন্দোলনরত আদিবাসী কুড়মি সমাজ জানিয়ে দিয়েছে, তাদের দাবি না মেটা পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না। দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) বলছে, কুড়মি সমাজের এই দাবির সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই। কিন্তু আন্দোলনের জন্য ক্ষতি হচ্ছে রেলের, ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের আওতায় আনা, সারনা ধর্মের স্বীকৃতি-সহ একাধিক দাবিতে টানা রেল রোকো অভিযান চালাছে কুড়মি সমাজ। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন (Kharagpur Division of South Eastern Railway) শনিবার দুপুরে একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে, গত ৫ এপ্রিল থেকে খেমাশুলিতে রেল অবরোধ চলছে কুড়মিদের৷ তারপর থেকে শনিবার পর্যন্ত খড়্গপুর ডিভিশনের ১৩০টি এক্সপ্রেস বাতিল করতে হয়েছে৷ প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে ৬৬টি৷ ঘুরপথে নিয়ে যেতে হয়েছে ৩৭টি এক্সপ্রেসকে৷ শর্ট টার্মিনেট করতে হয়েছে তিনটি এক্সপ্রসকে, প্যাসেঞ্জার ট্রেন শর্ট টার্মিনেট হয়েছে দুইটি৷ সব মিলিয়ে মোট ২৩৮টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে৷ অন্যদিকে বেশকিছু দূরপাল্লা ট্রেনের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি অব্যাহত৷ এর জেরে শনিবার সকাল থেকে খড়্গপুর জংশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশন প্রায় খাঁ খাঁ করে৷

আরও পড়ুন:Bihar Headcount of Third Gender | বিহারে তৃতীয় লিঙ্গকে জাতি হিসেবে গণনা করায় বিতর্ক 

বুধবার থেকে রেল-সড়ক অবরোধে আন্দোলনে বসে কুড়মিরা। এর জেরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যের বেশকিছু অংশে সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকার এই আন্দোলন প্রতিরোধ করতে ব্যর্থ।

প্রশাসনের তরফে এখনও কোনও সদুত্তর না পেলে আগামিদিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি কুড়মি সম্প্রদায়ের। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রেল-সড়ক আটকে চলছে অবরোধ আন্দোলন। টানা রেল-সড়ক অবরোধের জেরে গোটা জঙ্গলমহল কার্যত স্তব্ধ হওয়ার মুখে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23