Sunday, August 3, 2025
HomeকলকাতাJodhpur Park Cafe Extortion: যোধপুর পার্কের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত বিজয়-সহ ৫

Jodhpur Park Cafe Extortion: যোধপুর পার্কের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত বিজয়-সহ ৫

Follow Us :

কলকাতা: যোধপুর পার্কের (Jodhpur Park) এক ক্যাফের মালকিনকে প্রাণনাশের হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত৷ বৃহস্পতিবারই লেক থানার পুলিস (Lake Police Station) বিজয় দত্ত নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই তাকে চেনে লোকজন৷ বিজয়কেই ওই ভিডিয়োতে ক্যাফের মালকিন স্বরলিপি চট্টোপাধ্যায়কে (Swaralipi Chatterjee) গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে দেখা যায়৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিন ধরা পড়ে বিজয়৷ সে ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিস৷

বুধবার রাতের ওই ঘটনার পরই স্বরলিপি তাঁর বান্ধবীকে নিয়ে লেক থানায় যান৷ পুলিসের কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন, স্থানীয় একদল যুবক জলসা করবে বলে তাঁর কাছে মোটা টাকা দাবি করে৷ এমনকী চেক কেটে প্রস্তুত রাখতেও বলে যায়৷ এরপর বুধবার রাতে চেক নিতে এসে হম্বিতম্বি করে তারা৷ তিনি অত টাকা দিতে রাজি না হলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ সেই সময় স্বরলিপি তাঁর ফোনে ভিডিয়ো তুলে রাখার চেষ্টা করেন৷

অভিযোগ, ওই যুবকরা তাঁর হাত মুচড়ে দিয়ে মোবাইল কেড়ে নেয়। অশ্লীল গালিগালাজও করা হ্য়। তিনি ১২ সেকেন্ডের মধ্যে কোনও মতে ভিডিয়োটি শেষ করেন। এই ভিডিয়োর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি। তবে ভিডিয়োতে দেখা গিয়েছে, যে যুবক হুমকি দিচ্ছিলেন তিনি নিজেকে বিজয় দত্ত বলে পরিচয় দেন৷ তারপরই স্বরলিপি এবং তাঁর এক বান্ধবী লেক থানায় অভিযোগ জানাতে যান৷ ফেরার পথে যাদবপুর থানার সামনে আবার তাঁদের গাড়ি ঘিরে ধরে ওই যুবকরা। তাঁরা থানায় ফোন করলে মিনিট ১৫ বাদে পুলিস আসে। পুলিসি নিরাপত্তায় দুজনে বাড়ি ফেরেন।

আরও পড়ুন: Jodhpur Park Cafe Extortion: যোধপুর পার্কে টাকা চেয়ে জুলুমবাজি, ক্যাফের মালকিনকে প্রাণনাশের হুমকি

স্বরলিপির বান্ধবী সুমিতা সামন্ত ঘটনার কথা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ৯৩ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের অনুগামীদের স্বরলিপির ক্যাফের সামনে আনাগোনা চলে শনিবার সকাল থেকে৷ তারপর রাতে ঘটে ওই ঘটনা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমি দাস ওই ফেসবুক পোস্ট দেখে স্বরলিপির সঙ্গে যোগাযোগ করে জানতে চান, কেন তাঁর নাম জড়ানো হয়েছে৷ পরে কাউন্সিলর ওই পোস্টের জবাবে লেখেন, ‘আমি বিষয়টা কিছুই জানতাম না। আমাকে এখানে জড়াবেন না। আমি কোনও রকম টাকা তোলাকে সাপোর্ট করি না৷ আর এঁরা আমার অনুগামী নয়। আমি পার্টিতে নতুন, তাই আমার অনুগামী এখনও তৈরি হয়নি। বিজয় দত্ত পার্টির সিনিয়র লিডার, এটা জানি।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39