Thursday, August 7, 2025
HomeকলকাতাBJP: উপনির্বাচনে ভরাডুবি, বিজেপির পর্যালোচনা বৈঠকে ডাক পেলেন না লকেট

BJP: উপনির্বাচনে ভরাডুবি, বিজেপির পর্যালোচনা বৈঠকে ডাক পেলেন না লকেট

Follow Us :

কলকাতা: আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পর্যুদস্ত ভারতীয় জনতা পার্টি৷ নির্বাচনে ভরাডুবির কারণ পর্যালোচনা করতে বৈঠকে বসে গেরুয়া শিবির৷ তাতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি থেকে শমীক ভট্টাচার্য৷ কিন্তু ডাক পেলেন না লকেট চট্টোপাধ্যায়৷ গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়ায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ৷ তাঁর দাবি, এমন কোনও বৈঠকের কথা তাঁর জানা ছিল না৷ শুধু লকেট নন, দলের অনেক কর্মকর্তা অনুপস্থিত ছিলেন৷ যদিও বিজেপি নেতৃত্বের একাংশ জানিয়েছেন, যাঁদের প্রয়োজন ছিল তাঁদেরই ডাকা হয়েছে৷

মঙ্গলবার রাজ্য সদর দফতর মুরলীধরসেন লেনে বিজেপির নির্বাচনে পরাজয় নিয়ে তদন্ত বৈঠক হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে এই পরাজয়ের কারণ নিয়ে বিভিন্ন নেতৃত্ব আলোকপাত করেন৷ দলের সাংগঠনিক দুর্বলতা পর্যালোচনা বৈঠকে গুরুত্ব পায়৷ আসানসোল লোকসভার উপনির্বাচনের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুফল বলে বর্ণনা করেন৷ তাঁর কথায়, তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে লোককে বলেছে, বিজেপিকে ভোট দিলে সরকারি প্রকল্পের সুবিধা পাবে না৷ কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে৷ স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে৷ মানুষকে ভয় দেখানো হয়েছে৷ স্বাভাবিকভাবেই তৃণমূল তার ফল পেয়েছে৷ বিজেপি কখনও বলে না বিরোধীদের ভোট দিলে উজ্জ্বলা যোজনা বন্ধ হয়ে যাবে৷

আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন করে আন্দোলনের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট-পরবর্তী সন্ত্রাস, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকে সফল করার জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এমনটাই জানিয়েছেন সুকান্তবাবু। তবে কেন লকেট চট্টোপাধ্যায় এই বৈঠকে ডাক পেলেন না তা নিয়ে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি দলের লাইন না মেনে যারা শৃঙ্খলাভঙ্গ করবেন তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে মন্তব্য করেন সুকান্ত মজুমদার৷

আরও পড়ুন: Mainaguri Rape Attempt: ময়নাগুড়ির নাবালিকা নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক, ৪ দিনের পুলিস হেফাজত

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ভাষা মিছিল, কী বার্তা মমতার?
45:20
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:38:40
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39