skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশভয়ঙ্কর বিমান দুর্ঘটনার হাত এড়াল দিল্লি, একসঙ্গে উড়ান-অবতরণের সবুজ সঙ্কেত

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার হাত এড়াল দিল্লি, একসঙ্গে উড়ান-অবতরণের সবুজ সঙ্কেত

Follow Us :

নয়াদিল্লি: একচুলের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত এড়াল ভিস্তারার দুটি বিমান। বুধবার দিল্লি বিমানবন্দরে ভিস্তারার দুটি বিমানকে একইসঙ্গে উড়ান ও অবতরণের সিগন্যাল দেওয়া হয়। সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরাগামী ফ্লাইট নম্বর ইউকে ৭২৫ নতুন উদ্বোধন হওয়া রানওয়ে থেকে ওড়ার মুখেই ভিস্তারার আমেদাবাদ থেকে দিল্লিমুখী একটি নামছিল। একই রানওয়েতে নামার সময় ত্রুটি বুঝতে পারায় একেবারে শেষ মুহূর্তে উড়ান বন্ধ করার নির্দেশ এয়ার ট্রাফিক কন্ট্রোল।

এই ঘটনার পর ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে সেখান থেকে অস্থায়ীভাবে সরিয়ে দিয়েছে। বিমান চলাচল বিষয়ক শীর্ষস্থানীয় এক আধিকারিক কী করে এই ঘটনা ঘটল তার তদন্ত করবেন। বিমানবন্দরের এক অফিসার জানান, দুটি বিমানকেই একই সময়ে অবতরণ ও উড়ানের সিগন্যাল দেওয়া হলেও একেবারে শেষ মুহূর্তে ত্রুটি ঠেকানো গিয়েছে। ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত এড়ানো সম্ভব হয়েছে। এটিসিতে কর্তব্যরত এক কর্মী ভুল বুঝতে পেরে পাইলটকে জরুরি ভিত্তিতে উড়তে নিষেধ করেন। তারপর বাগডোগরাগামী বিমানটি পার্কিং এলাকায় ফিরে আসে।

আরও পড়ুন: আগামী বছরের ডিসেম্বরে বিমানবন্দর জুড়ে যাবে মেট্রোর সঙ্গে

যদি উড়ান না ঠেকানো যেত, তাহলে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ কেউ এড়াতে পারত না বলে বিমানবন্দরের পদস্থ আধিকারিকরা মনে করেন। যতক্ষণ না একটি বিমান নেমে যায়, ততক্ষণ কোনও বিমানকে উড়ানের সিগন্যাল দেওয়া হয় না। পাশাপাশি থাকা রানওয়ের ক্ষেত্রেও এটাই মেনে চলা হয়। ফলে সমান্তরাল দুটি রানওয়েতে দুটি বিমানের ওঠানামার সময় এক হয়ে গেলে সংঘর্ষ অনিবার্য ছিল। যাই হোক শতাধিক মৃত্যুর হাত এড়ানো গিয়েছে বরাত জোরে।

RELATED ARTICLES

Most Popular