ওয়েব ডেস্ক: কথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র। আর এই কথাতেই বিশ্বাসী মালাইকা (Malaika)। মাঝে মধ্যেই নিজের রূপের আগুনে অনুরাগীদের ঘায়েল করেন বলিউডের ‘সুইট সিক্সটিন’ মালাইকা অরোরা (Malaika Arora)। স্যোশাল মিডিয়া খুললেই অভিনেত্রীর শরীরে আবেদন পাগল করে অনুরাগীদের। আর এবার ব্ল্যাক ব্যক লেস ড্রেসে (Black Backless Dress) ধরা দিলেন অভিনেত্রী! কেমন লাগছে মালাইকাকে? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
View this post on Instagram
ইতিমধ্যেই ৫০ এর গণ্ডি পার করেছেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। যদিও তাঁকে দেখে বোঝার একটুও উপায় নেই! বয়সকে তুরি মেরে উড়িয়ে নিজেকে নিত্য নতুন পোশাকে সাজিয়ে তোলেন অভিনেত্রী। কখনও রঙিন বিকিনি আবার কখনও বা ঝলমলে লেহেঙ্গা। বিনোদন জগতে ‘লাইমলাইট’ ছিনিয়ে নিতে নানান রূপে অনুরাগীদের হৃদয়ে হিল্লোল তোলেন অভিনেত্রী।
আরও পড়ুন: মায়ের শাড়ি পরে ডেটে গেলেন মনামী?
আর এবার ‘ব্ল্যাক বিউটি’ রূপে নানান পোজে অনুরাগীদের ঘায়েল করলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে তাঁর। ছবিতে তাঁকে দেখা গিয়েছে ব্ল্যাক ব্যক লেস ড্রেসে। পিঠখোলা টানটান ফিগারে স্পষ্ট অভিনেত্রীর শরীরী ভাঁজ। পেটের কাছ থেকে উঁকি দিচ্ছে এক জোড়া ট্যাটু। তাঁর চোখের চাউনিতে ঘায়েল ভক্তরা। স্মোকি আই মেক আপে ‘হট্ গার্ল’ লাগছে নায়িকাকে। রূপালী স্টোনের ব্যান্ডে বাধা তাঁর হেয়ার স্টাইলও বেশ নজরকারা।
দেখুন অন্য খবর