Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিধানসভায় সংঘর্ষে জখম কর্মীদের সঙ্গে দেখা করলেন মমতা

বিধানসভায় সংঘর্ষে জখম কর্মীদের সঙ্গে দেখা করলেন মমতা

কলকাতা: সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকে ছিল বিধানসভা (WB Assembly)। অধিবেশন চলাকালীন অংসদীয় আচরণেরক জন্য চারজন বিজেপি বিধায়কদের সাসপেন্ড করেছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। সাসপেন্ডের প্রতিবাদে বিধানসভায় বাইরে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে। সাসপেন্ডেড বিধায়কদের মার্শাল দিয়ে বের করতে গেলে অন্যান্য বিধায়করা ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন। মঙ্গলবার আহতকর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন, ছবি তুললেন মুখ্যমন্ত্রী। জানান, যারা আহত হয়েছেন আমি ইশ্বরের কাছে প্রার্থনা করবো তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

বিধানসভায় এই সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে নাকি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন। ” যদিও স্পিকার আগেই জানিয়েছেন, সকলের সমস্ত অভিযোগের তদন্ত হবে।

আরও পড়়ুন: রথের দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, এহেন আচরণ কোনওভাবে বরদাস্ত করা যাবে না। স্পীকারের কথায়, “বিজেপির বিধায়করা এমন শুরু করলেন, এমনভাবে কাগজ ছিঁড়তে শুরু করলেন যে আমার খারাপ লাগছিল। আমার চেয়ার থেকে ওঁদের অনুরোধ করার পরেও কোনও রকম কথা শুনছিলেন না। এরপরই চারজনকে এই সেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়।”

দেখুন ভিডিও

Read More

Latest News