Tuesday, August 12, 2025
HomeখেলাIndia vs Australia: নাগপুরে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

India vs Australia: নাগপুরে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

Follow Us :

নাগপুর: টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত।  প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩২১/৭। অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। ৬৬ রান করে অপরাজিত রয়েছেন জাডেজা এবং ৫২ রানে অপরাজিত রয়েছেন প্যাটেল।  পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করে যে ইনিংসটি খেললেন জাডেজা তা এককথায় অনবদ্য।  ৬৬ রানের ইনিংসের মধ্যে রয়েছে ৯টি চার। অন্যদিকে, অক্ষর প্যাটেলের করা ৫২ রানের ইনিংসে রয়েছে ৮টি বাউন্ডারি। 

এর আগে অন্যান্য ভারতীয় ব্যাটাররা যেখানে অনেকটাই নিষ্প্রভ, সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেললেন অন্য মেজাজে। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং, পরে চটজলদি উইকেট পতন দেখে ‘ক্যালকুলেটিভ’ ব্যাটিং। অবশেষে ১৭১ বলে নিজের শতরান পূর্ণ করলেন তিনি। মাটি-মাখা জার্সিতে শতরানের পর স্বস্তির হাসি রোহিতের মুখে। ভালোবাসার মাসে গ্যালারি থেকে ফ্লাইং-কিস ছুঁড়ে দিচ্ছেন এক ঝাক তরুণী। ড্রেসিংরুমে কোচ রাহুল শরদ দ্রাবিড়ের উচ্ছ্বাস দেখে মনে হল তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ৩৭তম শতরানটি এইমাত্র করে উঠলেন। 

আরও পড়ুন: Todd Murphy: শেন ওয়ার্নের সঙ্গে খেলতেন ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া টড মারফির বাবা! 

২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে শেষ টেস্ট শতরানটি এসেছিল রোহিত শর্মার ব্যাট থেকে। এরপরই নাগপুরের এই শতরান। এরইসঙ্গে নিজের টেস্ট কেরিয়ারের নবম শতরানটি পূর্ণ করলেন তিনি। প্রথমদিনের শেষে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং শুরু করেছিলেন। নাথন লিয়োঁ এবং টড মরফির স্পিনকে যাতে নেগেট করা যায় সেইজন্য কিছুটা স্টেপ আউট করে খেলছিলেন। এরপর উইকেটে সেট হয়ে যাওয়ার পর বলের গতির সঙ্গে তাল মিলিয়ে নিজের ফুট মুভমেন্ট করেন। যে উইকেটে কোনও বল নীচু থাকছে, কোনও বল স্কিড করে টার্ন নিচ্ছে, কোনও বল আবার ঘুরবে মনে হলেও সোজা থাকছে-সেই উইকেটে শতরান অবশ্যই বীরত্বের ! অবশেষে ১২০ রান করে প্যাট কামিন্সের ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে ক্লীন বোল্ড হয়ে যান রোহিত শর্মা। 

অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান বোলার টড মার্ফি একাই নেন ৫ উইকেট। প্যাভিলিয়নের রাস্তা দেখান কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির মতো ভারতীয় দলের প্রধান ব্যাটারদের। দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:48:20
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
01:32:30
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
01:34:51
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
01:46:55
Video thumbnail
Rahul | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
45:36
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:40:40
Video thumbnail
Bangla Bolche | Saikat Giri | 'কমিশন BJP-RSS-এর মতো আচরণ করছে'
02:48
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | নির্বাচন কমিশন কি সংবিধান পরোয়া করছে?
02:06
Video thumbnail
Bangla Bolche | Jyoti Chatterjee | 'জা/লিয়াতি আটকাতেই কমিশনের পদক্ষেপ'
01:43
Video thumbnail
Politics | বিজেপি চাইছে বলতে কথা কার সঙ্গে? সেই মমতা
04:48