কাতারঃ বয়স মাত্র ২৩। ইতিমধ্যেই কিংবদন্তির তালিকায় কিলিয়ান এমবাপে।মোট ১১টি বিশ্বকাপ ম্যাচে ৯টি গোল তাঁর ঝুলিতে। নকআউটের ম্যাচেও দুরন্ত ছন্দে তিনি।ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও জানান, পরের ম্যাচে ইংল্যান্ডের সবথেকে বড় চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপেকে আটকানো। অন্যদিকে, এমবাপের ধ্যানজ্ঞান এখন শুধুই ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্বে তাঁর অসংখ্য অনুরাগী।বেশ কিছু নীতিতে সবসময় অনড় এমবাপে। কোনওভাবেই সেটার অন্যথা হবে না।যেমন মদের প্রচার করেন না। এই সিদ্ধান্তে অনড় তিনি। তাতে যদি শাস্তির মুখে পড়তে হয়, তাতেও কোনও সমস্যা নেই।
কাতার বিশ্বকাপের অন্যতম স্পনসর আমেরিকার বিয়ার প্রস্তুতকারী সংস্থা ‘বাডওয়াইজার’। কাতারে যে ম্যাচ সেরার ট্রফিটি দেওয়া হচ্ছে তাতে বড় বড় করে লেখা সংস্থার নাম। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে ফটো সেশনের সময় সংস্থার নাম লেখা দিকটি ঘুরিয়ে ছবি তুলেছেন। কোনও অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে নিজের ছবি রাখবেন না।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: ইউরোপ থেকে বিদায়, পাকাপাকি মধ্যপ্রাচ্যেই থেকে যাচ্ছেন রোনাল্ডো!
এক সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে বলেন, ”বিশ্বকাপের জন্য আমি নিজেকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করেছি। এখনও অনেকটা পথ চলা বাকি। বিশ্বকাপ জেতাটাই আমার একমাত্র লক্ষ্য। ওটাই স্বপ্ন ছিল। কিন্তু তা ধাপে ধাপে এগোতে হবে। এবার সামনে কোয়ার্টার ফাইনালের লড়াই।” উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করে ফেলেছেন।