ভাল খারাপ মিলিয়ে কাটল ২০২১। গোটা বিশ্বে নানা ঘটনা-দুর্ঘটনা, রাজনৈতিক টানাপড়েন, অতিমারি করোনার দাপটে পৃথিবীজুড়ে মৃত্যু মিছিলের মধ্য দিয়ে দেখতে দেখতে কেটে গেল একটা বছর। আমরা চাই, ভাল কাটুক ২০২২। থেমে যাক করোনার তাণ্ডব, সমস্ত গ্লানি দূর হয়ে নতুন বছর আসুক নতুন বার্তা নিয়ে। দেখে নেওয়া যাক ২০২১ সালে বিশ্বের কিছু ঘটনার ঝলক।
২০২১, বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র পেল তাদের ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। নাম কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট।
ক্লিক করুন : Year Ender 2021: ভারতীয় কমলায় চলছে আমেরিকা
২০ সালে সারা বিশ্বে এসেছিল করোনা। বড়-ছোটর ভেদাভেদ না করে অতিমারি ছুঁয়ে যায় সকলকেই। ভ্যাকসিনও তৈরি হল অনেক। কিন্তু প্রাণ রক্ষা হল না। তার রেশ কাটতে না কাটতেই হানা দিল করোনার আর এক ভ্যারিয়েন্ট, নাম ডেল্টা প্লাস। সেই ডেল্টা প্লাসের সঙ্গে মানিয়ে নিতে নিতেই চলে এল ওমিক্রন। তাকে নিয়ে শুরু হবে নতুন বছরের পথচলা।
ক্লিক করুন : Year Ender 2021: অতিমারির ওলোটপালোট জীবনের শেষ কোথায়!
২০২১ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি হল টিকার আবিষ্কার ৷ করোনার সঙ্গে লড়াই করতে বছরের শুরুতে করোনার দুই প্রতিষেধক ‘কোভিশিল্ড’ (Covishield) এবং ‘কোভ্যাক্সিন’-কে (Covaxin) জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দেয় ভারত সরকার৷ এই ছাড়পত্রকে ‘দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়’ বলে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ক্লিক করুন : Year Ender 2021: কো-তেই শাপমুক্তি!
আর যার যেমনই কাটুক না কেন, হারনাজ সান্ধুর জন্য এই বছরটা চিরস্মরণীয়। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের(Miss Universe 2021) মুকুট পরেছেন ২১ বছরের পঞ্জাবি কন্যা হারনাজ। মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল ইজরায়েলের এইলাট শহরে(Eilat, Israel)। সেখানে ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে সেরার শিরোপা পেয়েছেন হারনাজ।
ক্লিক করুন : Year Ender 2021: একুশেই কাটল একুশ বছরের খরা
২০২১ সালের ১৫ অগাস্ট তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। আফগান সরকারের নেতা, মন্ত্রীরা কেউ পালিয়েছেন বিদেশে, কেউ তালিবানদের হাতে নিহত হয়েছেন। ক্ষমতা দখলের সঙ্গে স্বৈরাচারী শাসকের ভূমিকা নিয়েছে তারা। মহিলাদের স্কুলে যাওয়া বন্ধ। চাকরি করতে যাওয়া বন্ধ। প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা।
ক্লিক করুন : Year Ender 2021: আফগানিস্তানে তালিবানরাজ
ভারতীয় রাজনৈতিক মহলের ত্রাস পেগাসাস। ইজরায়েলে তৈরি চরবৃত্তির সফটওয়ার। যার সাহায্যে যে কারও ফোনে ঢুকে তার সব তথ্য হাতিয়ে নেওয়া যায়। ২০২১ সালে প্রায় মহামারির মতো বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমনকি বিশিষ্ট সাংবাদিকদের ফোনে ঢুকে পড়েছিল এই পেগাসাস। এই সফটওয়ারকে ঘিরে উত্তাল হয়েছিল সংসদ ভবন।
ক্লিক করুন : Year Ender 2021: পেগাসাসের টিকটিকি, নিশানায় কেন্দ্র
২০২১ সালের ৭ অগস্ট৷ ভারতীয় ক্রীড়া ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিন৷ অলিম্পিকের মঞ্চে এদিনই ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া৷ স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন নীরজ৷ জ্যাভলিন থ্রোয়িংয়ে ৮৭.৫৮ মিটার স্কোর করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি৷
ক্লিক করুন : Year Ender 2021: সোনার ছেলে নীরজ, হকিতে ভারতের ব্রোঞ্জ, ফিরে দেখা খেলার দুনিয়া
বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রার পর স্বর্ণপদক জিতলেন ২৪ বছরের নীরজ চোপড়া। তাঁর হাত ধরেই এ বছর অলিম্পিক্সে সোনার পদক জিতল ভারত। ভারোত্তোলনে রুপো যেতেন মণিপুরের মীরাবাই চানু। ৪১ বছর পরে ফের এ বার অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন শ্রীজেশরা। মোট ১৯টি পদক জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় দল। যার মধ্যে ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। প্যারালিম্পক্সে পদকের তালিকায় প্রথম ২৫-এ জায়গা পায় ভারত।
ক্লিক করুন : Year Ender 2021: নীরজের ইতিহাস, রুপোর মেয়ে চানু
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ। দেড় বছর ধরে চলল আন্দোলন। মৃত্যু হল প্রায় ৭০০ কৃষকের। চাপের মুখে কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমাও চাইলেন।
ক্লিক করুন : Year Ender 2021: চাপের মুখে নতিস্বীকার ৫৬ ইঞ্চির, প্রত্যাহার তিন কৃষি আইন
৮ই ডিসেম্বর সকালে নীলগিরির কুনুরে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিয়ান এয়ার ফোর্সের Mi-17V5 হেলিকপ্টার। প্রাণ হারান দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, স্ত্রী মধুলিকা-সহ ১১জন। আগুন লেগে কুনুরের ঘন জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টার।
ক্লিক করুন : Year Ender 2021: সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের মর্মান্তিক মৃত্যু
২০২১-এর বিধানসভা ভোট। ২১৩টি আসনে জয়ী হল তৃণমূল। নন্দীগ্রামে হেরে গেলেও ভবানীপুর থেকে জিতলেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের উপনির্বাচনে প্রায় ৫৮ হাজার ভোটের ব্যবধানে জিতে এলেন নেত্রী।
ক্লিক করুন : Year Ender 2021: একই বছরে জয় এবং পরাজয়ে রেকর্ড মমতার
বিধানসভা, চারটে উপনির্বাচন ও শেষে পুরভোটে বিজেপির পরাজয়কে আস্ফালনের পরাজয় বলা যায়। আঞ্চলিকতাবাদের রাজনীতির, ধর্মীয় বিভাজনের রাজনীতির আছাড় খেয়ে পড়া। বিজেপি ভুলে গেছে, সার্বভৌম রাজা রামের অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরেছিল দুই শিশু। লব-কুশ।
ক্লিক করুন : Year Ender 2021: মমতা ঢেউয়ে বঙ্গ-রাজনীতির নয়া ভ্যারিয়েন্ট বিজেপি পর্যুদস্ত