skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশAshish Mishra: লখিমপুরকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Ashish Mishra: লখিমপুরকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Follow Us :

লখনউ: জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট৷ সোমবার তা বাতিল করে দিল সুপ্রিম কোর্ট৷ লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র টেনিকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত৷ জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে মন্ত্রী পুত্রকে৷

১০ ফেব্রুয়ারি জামিনে জেল থেকে ছাড়া পান আশিস মিশ্র৷ সেদিন উত্তরপ্রদেশে প্রথম দফা ভোট ছিল৷ এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান কৃষকরা৷ তার ভিত্তিতে এই নির্দেশ৷ এ দিন এলাহাবাদ হাইকোর্টকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট৷ কড়া ভাষায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, হাইকোর্ট ‘প্রয়োজনীয় বিষয়কে অগ্রাহ্য করে ভিত্তিহীন পর্যবেক্ষণের উপর’ জামিনের নির্দেশ দিয়েছিল৷ হিংসার শিকার যাঁরা হয়েছেন তাঁদের বক্তব্য শোনা হয়নি৷ যদিও আশিস মিশ্রের সামনে ফের জামিনের আবেদন করার পথ খোলা আছে৷ তবে সেই আবেদনের শুনানি হবে পৃথক বেঞ্চে৷ এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

গত বছর অক্টোবরে লখিমপুরে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জড়ো হওয়া কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আশিস মিশ্রের বিরুদ্ধে৷ সেই ঘটনায় চার কৃষকের মৃত্যু হয়৷ দীর্ঘ টালবাহানার পর গ্রেফতার হন আশিস মিশ্র৷ এই বছর ফেব্রুয়ারিতে তিনি জামিনও পেয়ে যান৷ আশিস মিশ্রের জামিনের আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান কৃষকরা৷ তাঁদের বক্তব্য ছিল, আশিস মিশ্র একজন প্রভাবশালী ব্যক্তি৷ তাঁর বাবা কেন্দ্রীয় মন্ত্রী৷ আশিস মিশ্রের জামিন বাতিল হওয়া উচিত৷ কেননা তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন৷ এমনকী তাঁদের প্রাণনাশের ভয়ও রয়েছে৷

আরও পড়ুন: Ramadan 2022: পিছনের সিটে চালককে নমাজ পড়তে দিয়ে ক্যাবের সামনের আসনে বসলেন যাত্রী, প্রশংসার বন্যা

RELATED ARTICLES

Most Popular