ওয়েটিং লিস্ট থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কনফার্ম হল মহম্মদ শামির। জশপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে নেওয়া হল মহম্মদ সামি (Mohammed Shami)-কে। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সামিকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল। বাংলার অভিজ্ঞ পেসারকে মূল দলে না রাখায় বিতর্ক হয়েছিল। পিঠের চোটের কারণে বুমরা ছিটকে যাওয়ায় সামির মূল দলে ঢুকে পড়লেন। গত বছর টি২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে টি২০ খেলেছেন শামি।চলতি বছর ১৭ জুলাইয়ের পর আর দেশের হয়ে খেলেননি শামি।
টি২০ বিশ্বকাপে সুপার সিক্সে মেলবোর্নে আগামী, ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিংয়ের সঙ্গে দেখা যেতে পারে শামিকে।
আরও পড়ুন-Tribute To Gallant soldier dog Zoom: ‘বীর সৈনিক’ জুমকে শেষ শ্রদ্ধা জানাল ভারতীয় সেনা
শামির সঙ্গে টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখার লড়াইয়ে ছিলেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে ম্যান অফ দ্য সিরিজ হওয়া সিরাজকে বুমরার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে রাখার দাবি জানিয়েছিলেন সুনীল গাভাসকরের মত প্রাক্তনরা। কিন্তু কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার ইচ্ছাতে সিরাজের ফর্মের চেয়ে শামির অভিজ্ঞতার ওপরেই জোর দেওয়া হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন শামি। করোনা সারলেও সামি কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেললেন। ফিটনেস পরীক্ষায় পাশ করে অস্ট্রেলিয়াতে উড়ে গিয়েছেন ৩২ বছরের বাংলার তারকা পেসার। শামি-র সঙ্গে স্ট্যান্ড বাই তালিকায় থাকা দীপক চাহারচোট পেয়ে ছিটকে গিয়েছেন।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দল-