ছুটির মেজাজে নজরকাড়া সাজ মনামীর!

কলকাতা: ব্যস্ততার মধ্যে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী মনামী ঘোষও (Monami Ghosh)। ঘুরতে ভালবাসেন মনামী। অভিনেত্রীর স্যোশাল মিডিয়ার পাতাতে চোখ রাখলে দেখা যায় মনামীর বোল্ড সেক্সি ছবি। আর দেশে-বিদেশ ঘুরতে যাওয়ার নানা ছবি।এবার অভিনেত্রীকে দেখা গেল বিদেশে চুটিয়ে ছুটি উপভোগ করতে। নজরকাড়া সাজে খোশ মেজাজে ধরা দিলেন মনামী। চলুন দেখে নেব নায়িকা ছবি

স্যোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। বর্তমানে মনামী চুটিয়ে ভ্যাকেশন উপভোগ করছেন। সেখান থেকেই একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তা দেখে ঘুম উড়েছে অনেকের। অভিনেত্রীকে দেখা গেল কখনও ক্যান্ডি হাতে তো কখনও সারমেয়দের সঙ্গে সময় কাটাতে। ছবিতে ওভার সাইজ জ্যাকেট স্সটস, তো কখনও ক্রপটপ পরে ধরা দিয়েছেন। মনামীর মেদহীন পেটে চাবুক ফিগার ঘুম কেড়েছে পুরুষ অনুরাগীদের। আবার তাকে দেখা গেল মিউজিকের তালে শরীর দোলাতে। ছিমছাম পোশাকেও অনুরাগীর নজর কাড়লেন মনামি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

 অন্য খবর দেখুন 

YouTube player